লখনউ, ১০ জুলাই (হি.স.) : আজ ৬৬ বছরে পা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং | জন্মদিনে রাজনাথ সিংকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা এবং আরও বহু মানুষ | কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংেয়র জন্মদিন উপলক্ষে তৈরি করা হল ৬৬ কেজি ওজনের একটি লাড্ডু| ৬৬টি পায়রাকেও আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে| এভাবেই তাঁর জন্মদিন পালন করছেন বিজেপি নেতা-কর্মীরা|
গতকাল সন্ধেবেলাই জমকালো অনুষ্ঠানের আয়োজন কেরন উত্তরপ্রদেশের বিজেপি নেতারা| লখনউয়ে দলীয় দফতরে হাজির হন নেতা-কর্মীরা| সেখানেই সবাইকে লাড্ডু খাওয়ানো হয়| উত্তরপ্রদেশের বিজেপি নেতারা বলেছেন, সমাজের সব অংশের মানুষের জন্য সমানভাবে কাজ করে যাচ্ছেন রাজনাথ| তিনি কোনও ভেদাভেদ করেন না| লখনউয়ের উন্নয়ের জন্যও তিনি অনেক কাজ করেছেন| দলীয় কর্মীরা তাঁর দীর্ঘ জীবন কামনা করেছেন|
2017-07-10
