BRAKING NEWS

দূর্নীতি বন্ধে দাওয়াই নেই, রেগায় পড়েছে কোপ, কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ দূর্নীতির বিরুদ্ধে কোন উদ্যোগ দেখা যাচ্ছে না৷ কিন্তু, রেগায় কোপ দিতে কসুর করেনি কেন্দ্রীয় সরকার৷ মঙ্গলবার সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এইভাবেই তোপ দাগেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
এদিন দেশের বর্তমান পরিস্থিতির কথা আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সমাজের স্বাস্থ্য খারাপ করার জন্য প্রতিনিয়ত চক্রান্ত চলছে৷ তাকে প্রতিহত করতে হবে৷ সারা দেশে দুর্নীতি জাঁকিয়ে বসেছে৷ তাকে মদত দিচ্ছে কেন্দ্রের সরকার৷ তারা দুর্নীতি রোধে বিশেষ কোন উদ্যোগ নিচ্ছে না৷ উপরন্তু রেগার বরাদ্দ কমিয়ে দিয়ে গরীব অংশের মানুষের কর্মসংস্থান সঙ্কুচিত করছে৷ কেন্দ্রের সরকার রাজ্যের জন্য গ্রামোন্নয়নের বরাদ্দও কমিয়ে দিয়েছে৷ শিক্ষা, স্বাস্থ্য, শিশুকল্যাণ, পানীয় জল প্রতিটি ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ হ্রাস করেছে৷ ধর্মের দোহাই দিয়ে সারা দেশে মানুষে মানুষে বিভজন তৈরী করছে৷ মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্যও পরোক্ষ চাপ সৃষ্টি করা হচ্ছে৷ সংসৃকতি চর্চার ক্ষেত্রেও বিধি নিষেধ আরোপ করা হচ্ছে৷ মানুষের ঐক্য সংহতি ও সম্প্রীতিকে বিনষ্ট করা হচ্ছে৷ আজ সারা দেশে ধর্মীয় সংখ্যালঘু, তপঃজাতি, পিছিয়ে পড়া অংশের মানুষ আক্রান্ত হচ্ছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার, দেশ সকলের, এই বোধ সকলের মধ্যে জাগ্রত করতে হবে৷ আমাদের রাজ্যেও বিভাজন তৈরীর প্রয়াস চলছে৷ তাকে প্রতিহত করতে সকলের প্রতি তিনি আহ্বান জানান৷
মঙ্গলবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নতুন এই সুদৃশ্য বাড়ীটি তৈরী করতে ব্যয় হয়েছে সাড়ে এগারো কোটি টাকা৷ ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে মহকুমা হাসপাতালের মতো সকল ধরণের পরিষেবা পাওয়া যাবে৷ এই এলাকার প্রায় ৭০ হাজার মানুষের জন্য এই হাসপাতাল পরিষেবা দিচ্ছে৷ হাসপাতালের নতুন এই ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, পরিকাঠামো উন্নয়নের সঙ্গে চিকিৎসা পরিষেবাও আরো উন্নত করতে হবে৷ চিকিৎসক সহ চিকিৎসা কর্মীদের মানুষের প্রতি দায়বদ্ধ থেকে মানুষের কল্যাণে যথাযথ ভাবে দায়িত্ব পালন করতে হবে৷ সকল রোগীকে সমান ও সর্র্বেচ্চ পরিষেবা দিতে হবে৷ চিকিৎসা কর্মীদের এই কাজ নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে৷ হাসপাতালকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার উপর মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, নিজের ও সকলের সুস্বাস্থ্যের জন্য সকলকে একাজে এগিয়ে আসতে হবে৷ মেলাঘর মহকুমা হাসপাতালের পরিকাঠামো আধুনিক মানে উন্নীত করতে যাবতীয় প্রয়াস নেয়া হবে বলে তিনি জানান৷ তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ্য করতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন৷ মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবা সুযোগ সবার কাছে পৌঁছে দিতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছে৷
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী হলেন, মেলাঘর মহকুমা হাসপাতালকে একশ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ স্বাস্থ্য মন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেয়া হচ্ছে৷ শিশু মৃত্যু ও প্রসূতি মায়েদের মৃত্যুর হার কমানোর উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷ রাজ্যে প্রতি ১০ কিলোমিটারের মধ্যে একটি করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে৷ কেন্দ্রীয় নির্দেশিকার বাইরে গিয়েও আমরা এই কাজ করছি৷ তিনি বলেন, রাজ্যের দু’টি মেডিক্যাল কলেজকে বন্ধ করে দেয়ার চক্রান্ত চলছে৷ তার মোকাবিলায় সকলকে সচেষ্ট হতে হবে৷ সারা দেশে ধর্মের নামে বিভাজন তৈরী হচ্ছে৷ তাকে প্রতিহত করতে সকলের প্রতি তিনি আহ্বান জানান৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি সংখ্যালখু কল্যাণ দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী বলেন, রাজ্যে সরকারী ভাবে স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহন করে ৯০ শতাংশ মানুষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *