শীঘ্রই প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তন হচ্ছে, ইঙ্গিত ভূপেন ভোড়ার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের সভাপতি পরিবর্তনের ইঙ্গিত দিলেন দলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ভূপেন কুমার ভোড়া৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহাকে সরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে৷ একদিকে বিজেপির উত্থান, অন্যদিকে শাসক দল সিপিএমের লাগামহীন শোষণ৷ এই পরিস্থিতিতে কংগ্রেসের নেতৃত্বের পরিবর্তনই সময়ের প্রয়োজন বলে মনে করছেন শ্রীভোড়া৷ তিন দিনের রাজ্য সফরে এসে কর্মী সম্মেলন শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখী হয় ভূপেন কুমার ভোড়া  সর্বভারতীয় নেতৃত্বের অবস্থান তুলে ধরেন তিনি৷ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ট্রামকার্ড মহিলা এবং যুবরা৷ স্বৈরাচারী বাম শক্তির বিরুদ্ধে প্রার্থী চয়ন নিয়ে এখন থেকেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে বলে জানান শ্রীভোড়া৷ নাম প্রকাশ না করলেও বহু দলত্যাগীরা পুনরায় কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলে তিনি জানান৷ এদিকে, চিটফান্ড ইস্যুতে মন্ত্রী বিজিতা নাথকে সিবিআই জেরা প্রসঙ্গে ভূপেনবাবু বলেন শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে প্রদেশ কংগ্রেসই৷ চটিফান্ড তদন্তে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবীতে প্রদেশ কংগ্রেস আগামীদিনে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে জানিয়েছেন ভূপেন কুমার ভোড়া৷