BRAKING NEWS

আবারও অ্যাসিড হানার শিকার লখনউয়ের গণধর্ষিতা মহিলা

লখনউ, ২ জুলাই (হি.স.) : আরও একবার অ্যাসিড হানার শিকার হলেন লখনউয়ের গণধর্ষিতা মহিলা। এই নিয়ে চারবার। শনিবার রাতে আলিগঞ্জে বাড়ির কাছেই মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয়। তাঁর মুখের ডান দিক অ্যাসিডে পুড়ে গিয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। পুলিশ জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
এবছরেরই ২৩ মার্চ চলন্ত ট্রেনে জোর করে অ্যাসিড খাইয়ে দেওয়া হয়েছিল ওই মহিলাকে। সেসময় তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করেন তিনি। গ্রেফতারও হয় দুই অভিযুক্ত। সারাক্ষণ তাঁর সঙ্গে পুলিশ পাহারা ছিল। তারপরেও গতকাল রাতে ওই মহিলার ওপর আবার অ্যাসিড ছুঁড়ল দুষ্কৃতীরা।
প্রসঙ্গত, জমি নিয়ে বিবাদের জেরে ২ সন্তানের মা এই মহিলা ২০০৮ সালে গণধর্ষণের শিকার হন। এই ঘটনায় ২ জন গ্রেফতার হয়, তাদের বিচার চলছে। এই অবস্থায় ২০১১-য় তাঁর ওপর অ্যাসিড হামলা চলে। ২০১৩-য় ফের অ্যাসিড ছোঁড়া হয় তাঁর ওপর। এ বছর মার্চে লখনউয়ের কর্মস্থল থেকে রায় বেরিলিতে নিজের বাড়ি ফেরার সময় ট্রেনের মধ্যে তাঁর গলায় অ্যাসিড ঢেলে দেয় দুই দুষ্কৃতী। তারপর আবার গতকালের ঘটনা।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *