BRAKING NEWS

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন করে জলবন্দি উ. করিমগঞ্জ, হত ১

গুয়াহাটি, ০২ জুলাই, (হি.স.): আজ রবিবারও অসমের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। বিভিন্ন নদী-উপনদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। এমতাবস্থায় বন্যার জলে ভেসে গেছেন এক ব্যক্তি।
খবরে প্রকাশ, হোজাই জেলার অন্তর্গত লংকার কাকি নদীর বন্যা রূদ্রমূর্তি ধারণ করেছে। এই বন্যার কবলে পড়ে মারা গেছেন মহেন্দ্ৰ ডেকারাজা নামের জনৈক ব্যক্তি। ডেকারাজাকে উদ্ধার করতে অভিযান চলছে।
তাছাড়া বন্যা পরিস্থিতির আজও কোনও উন্নতি হয়নি বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার। গত প্রায় দশদিন ধরে জেলার পাথারকান্দি এবং দক্ষিণ করিমগঞ্জ নির্বাচন এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। তবে ওই সব এলাকা থেকে জল ধীরে ধীরে কমলেও জল বাড়ছে উত্তর করিমগঞ্জ নির্বাচন এলাকার বিভিন্ন এলাকা। এ মুহূর্তে উত্তর করিমগঞ্জের কমপক্ষে ৪৫টি গ্রাম পুরোপুরি জলের নীচে চলে গিয়েছে। বন্যাক্রান্ত মানুষজনের মধ্যে শুরু হয়েছে হাহাকার। বিস্তীর্ণ কৃষিখেত প্লাবিত। গবাদি পশু, হাঁস-মুরগি-সহ অন্যান্য গৃহপালিত জীবজন্তু নিয়ে গৃহস্থরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। আবালবৃদ্ধবনিতা অসংখ্য বন্যাক্রান্ত আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। এক কথায় চরম দুর্যোগোর শিকার করিমগঞ্জের বন্যাক্রান্তরা। জানিয়েছেন বিজেপি থেকে কংগ্রেস, সব দলের নেতারা।
তাঁরাই জানান, অসমে সংঘটিত এবারের বন্যায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে করিমগঞ্জ জেলা। হাজার হাজার মানুষ বিপর্যস্ত।তাছাড়া, বন্যার কবলে পড়েছে লখিমপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলও। জেলার অৰ্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়ে গেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *