সেনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য, আজমের বিরুদ্ধে দু’টি পৃথক মামলা

লখনউ, ১ জুলাই (হি.স.): ভারতীয় সেনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করায় দু’টি পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হল সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিরুদ্ধে| হজরতগঞ্জ থানা এবং রামপুরের সিভিল লাইন্স পুলিশ স্টেশনে আজম খানের বিরুদ্ধে দু’টি পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে|
গত বৃহস্পতিবার রামপুরে প্রকাশ্য একটি জনসভায় ভারতীয় সেনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন উত্তর প্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা সপা নেতা আজম খান| বলেছিলেন, জম্মু ও কাশ্মীরে কর্তব্যরত সেনারা সেখানকার মহিলাদের সঙ্গে এমন পর‌্যায়ে দুর্ব্যবহার করছে, যে মহিলারা নিজেদের আত্মরক্ষার্থে সেনাবাহিনীর গোপনাঙ্গ কেটে নিচ্ছে| এরপরই আজম খানের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে| বিতর্কিত মন্তব্যের পর সাফাই গাইতে অবশ্য ভোলেননি সপা-র এই বিতর্কিত নেতা| আজম খান বলেছেন, ‘সংবাদমাধ্যেমে আমার বার্তা ভুলভাবে সম্প্রচারিত হয়েছে|’