জিপের সঙ্গে বাঁধা হোক অরুন্ধতী রায়কে, বিতর্কিত টু্যইট পরেশের

নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : টু্যইট করে বিতর্কে অভিনেতা সাংসদ পরেশ রাওয়াল| পাথর ছোঁড়া যুবকদের বদলে সেনা জিপের সঙ্গে অরুন্ধতী রায়কে বাঁধা হোক বলে গতকাল টু্যইট করেন এই বিজেপি সাংসদ| শুধু অরুন্ধতী রায় নয়, তাঁর টু্যইটের সমর্থনে সাংবাদিক সাগরিকা ঘোষকেও এভাবে বাঁধার কথা বলা হয়| যার সমর্থন করেন পরেশ| কোন প্রসঙ্গে পরেশ রাওয়াল অরুন্ধতী রায়কে জিপে বাঁধার কথা বলেছেন, সেটা স্পষ্ট না হলেও একজন সাংসদ হয়ে তিনি কীভাবে এই ধরনের মন্তব্য করলেন, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন|
গতকাল রাত ১১টা নাগাদ একটি টুইট করেন পরেশ রাওয়াল | তাতে লেখেন, যারা পাথর ছোঁড়ে তাদের বেঁধে লাভ নেই| বরং অরুন্ধতী রায়কে জিপে বেঁধে ঘোরানো হোক| তাঁর টুইটের প্রেক্ষিতে আয়ুষ নামে একজন লিখেছিলেন,আপনার সঙ্গে একমত| তবে অরুন্ধতীকে তো সব সময় হাতের কাছে পাওয়া যায় না| তাই সাংবাদিক সাগরিকা ঘোষকে দিয়ে শুরু করলে ভাল হয়| সেই লেখাটি রিটুইট করে পরেশ লেখেন, হ্যাঁ, আরও অনেক বিকল্প রয়েছে| বর্ষীয়ান এই অভিনেতার এমন মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়েছে|
কাশ্মীরবাসীর মৌলিক অধিকার নিয়ে বরারই সোচ্চার ৱুকার পুরস্কার জয়ী লেখিকা অরুন্ধতী রায়| এ নিয়ে বিস্তর লেখালেখি করেছেন| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমালোচকও বটে| পরেশ রাওয়ালের টুইট নিয়ে তিনি কোনও মন্তব্য না করলেও, ব্যঙ্গ করতে ছাড়েননি সাংবাদিক সাগরিকা ঘোষ| বর্ষীয়ান এই অভিনেতার উদ্দেশে তিনি লেখেন, অসাধারণ স্যর| সত্যি দারুণ| উপযুক্ত সাংসদ আপনি|
প্রসঙ্গত, গত মাসে কাশ্মীরে একটি সেনা জিপের সামনে ঢাল হিসেবে এক যুবককে বেঁধে রাখার ভিডিও ছড়িয়ে পড়েছিল| দেশজুড়ে এর সমালোচনা শুরু হয়| এক মেজরের বিরুদ্ধে সেনাবাহিনী তদন্ত শুরু করে| সেই ঘটনার কথাই উল্লেখ করে অরুন্ধতীকে আক্রমণ করেছেন পরেশ| টু্যইটার ব্যবহারকারীদের মধ্যে অনেকেরই দাবি,এই মন্তব্যের মাধ্যমে হিংসা ছড়াতে চাইছেন পরেশ|-