শ্রীনগর, ১৮ মে (হি.স.): শ্রীনগরের একটি হোটেল রুম থেকে রহস্যজনক অবস্থায় উদ্ধার করা হল পিডিপি নেতার ভাইয়ের দেহ| শীর্ষ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শ্রীনগরের ডালগেট এলাকায় হোটেলের রুম থেকে রহস্যজনক অবস্থায় উদ্ধার করা হয় পিডিপি নেতা মহম্মদ শাফি দর-এর ভাই রেয়াজ আহমেদ দর (৩৬)-এর মৃতদেহ| পুলিশের দাবি, মৃতদেহে কোনওরকম আঘাতের চিহ্ন নেই| মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| উল্লেখ্য, পিডিপি নেতা মহম্মদ শাফি দর হলেন হান্দওয়ারা জোন-এর প্রেসিডেন্ট|