BRAKING NEWS

গাড়ির অভাবে বনরক্ষীরা বিপাকে, চোরাকারবারিদের পোয়াবারো

আগরতলা, ১৬ মে (হিঃস)৷৷ মেলাঘর ফরেস্ট রেঞ্জ এলাকায় টহলদারির কাজ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে৷ ফলে দাপিয়ে বেড়াচ্ছে চোরাই কাঠ ব্যবসায়ীরা৷ কোনোপ্রকার কর না দিয়েই বালি ও মাটির গাড়িগুলি প্রতিনিয়ত টিপ দিয়ে যাচ্ছে৷ তাদের এই কাজে বাধা দেবার মতো বন দফতরের কোনও টহলদারি দল নেই৷ জানা গেছে, বন দফতরের টহলদারি দলের জন্য একটি জিপ গািড় বরাদ্দ রয়েছে৷ কিন্ত গত সাত মাস পূর্বে এই জিপ গারিটি প্রত্যাহার করে বক্সনগর ফরেস্ট বিট এলাকার নিয়ে যাওয়া হয়৷ কিন্তু পরিবর্তে অন্য কোনও গাড়ি দেওয়া হয়নি৷ এই গাড়িটি এখান থেকে প্রত্যাহার করে নেবার পর মুহুতে অকেজো হয়ে পরে৷ যান্ত্রিক গোলযোগ দেখা দিলে তা বর্তমানে সোনামুড়ার সাব ডিভিশন ফরেস্ট অফিস সংগলন স্থানেই পড়ে রয়েছে৷ তার মেরামত করা যাচ্ছে না৷ এর ফলে মেলাঘর ফরেস্ট বিট এলাকার টহলদারি জন্য চারজন কর্মী থাকা স্বতেও গাড়ির অবাবে তারা কার্যত কর্মহীন৷ বসে বসে বেতন গুনছেন৷ গাড়ি ছাড়া টহলদারি তারা চালাবে কীভাবে৷ দীর্ঘ দ্বসাত মাস এই চারজন কর্মী বসে বসে বেতন গুনলেও নির্বিকার বন দফতর৷ যার সুযোগ নিয়ে চোরাই কাঠ ব্যবসায়ীরা তাদের ব্যবসা করে যাচ্ছে নির্বিবাদে৷ গোমতী নদীপথে মেলাঘরের, উপর দিয়ে প্রতিদিন অসংখ্য গাছের লগ সহ অন্যান্য জিনিস অবৈধভাবে চলে আসছে সীমান্ত এলাকায়৷ এছাড়া মেলাঘর স্থিত অংশীদারি বনায়ন প্রকল্পের জীবন দ্বীপের গাছ অবাধে গেটে নিয়ে যাচেছ অবৈধ কাঠ ব্যবসায়ীরা৷ ফলে বিপন্ন হয়ে পড়েছে এই অংশীদারি বনায়ন প্রকল্প৷ অথচ সোনামুড়া মহকুমায় এই অংশীদারি বনায়ন প্রকল্প এক সময় ছিল গর্ব করার মতো৷ বিভিন্ন স্থানে ধরা পড়া বন্যপ্রাণীর পুনর্বাসনের স্থান ছিল এই অংশীদারি বনায়নের স্থান৷ কিন্তু বর্তমানে বন দফতরের টহলদারি দলের গাড়ির অভাবে কোনও ভূমিকা গ্রঙণ করতে না পারায় দাপিয়ে বেড়াচ্ছে চোরাই কাঠ ব্যবসায়ীরা৷ ধবংসের পথে নিয়ে যাচ্ছে এই অংশীদারি বনায়ন প্রকল্পকে এবং বালি ও মাটি বোঝাই গাড়িগুলি প্রতিদিন বন দফতরকে কোনও কর না দিয়ে নিরাপদেই ব্যবসা করে যাচ্ছে৷ এতে প্রতিদিন দফতরের প্রচুর রাজস্ব ক্ষতি হচ্ছে৷ গাড়ি প্রতি দুশো পঞ্চাশ টাকা কর দেবার নির্দেশিকা থাকলেও বালি ও মাটি বোঝাই গাড়িগুলি তা দিচ্ছে না৷ বন দফতরের টহলদারি দলও কার্যত অসহায় গাড়ির অভাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *