রাজৌরি, ১৪ মে (হি.স.) : সীমান্তে পাকিস্তানের গুলিবর্ষণ অব্যাহত। রবিবার সকালে আন্তর্জাতির সীমান্তের কাছাকাছি কাশ্মীরের রাজৌরির চিট্টিবকরি এবং চিঙ্গুস এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণ করে তারা। এদিন ৭টিরও বেশি ভারতীয় গ্রামকে টার্গেট করে ৮০ এবং ১২০ মিলিমিটার মর্টার জাতীয় গোলাও ছোঁড়ে। তাদের পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরাও।
সেনাসূত্রে খবর, শনিবার দিনভর গুলিবর্ষণের পর রবিবার সকাল পৌনে ৭টা নাগাদ ফের বিনা প্ররোচনায় গোলাগুলি ছুঁড়তে শুরু করে পাক রেঞ্জাররা। এদিন নিয়ন্ত্রণরেখা সংলগ্ন ৭টি গ্রামকে নিশানা করেছে তারা। সেনা জানিয়েছে, আজও রাজৌরি সেক্টরে সকাল পৌনে সাতটা থেকে ছোট বন্দুক আর ৮২ ও ১২০ মিলিমিটার মর্টার দিয়ে নাগাড়ে হামলা চালাচ্ছে পাক সেনা। রাজৌরি এলাকার সংশ্লিষ্ট সরকারি আধিকারিক জানিয়েছেন, এর ফলে তছনছ হয়ে যাচ্ছে নিয়ন্ত্রণরেখার আশপাশের সাতটিরও বেশি গ্রাম। বাড়িগুলি সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত চারদিনে উপত্যকার মোট ৩৫টি গ্রামকে নিশানা করে এলোপাতাড়ি গোলাগুলি ছুঁড়েছে পাকিস্তানি সেনা। শনিবারের গোলাগুলিতে রাজৌরিতে এক কিশোরীর মৃত্যু হয়। প্রাণ হারান তার এক আত্মীয়ও। ৪ জওয়ান সহ জখম হন মোট ৮ জন। যারপর সন্ধের দিকে রাজৌরির বাসিন্দাদেরও অন্যত্র সরিয়ে নিয়ে যেতে উদ্যোগ নেওয়া হয়। লাগাতার গোলাগুলির জেরে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গ্রাম থেকে ১৯৩ পরিবারের ৭৪৩ সদস্যকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেনা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন তাঁরা। নিরাপত্তার খাতিরে নৌশেরার ৫২টি এবং মাঞ্জাকোট ও দুঙ্গির ৩৬টি স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।