BRAKING NEWS

রেলের কাজের জন্য ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ রাজ্যের দক্ষিণ অংশকে রেলের মানচিত্রে আনার জন্য আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত রেল লাইনের সম্প্রসারণের কাজ চলছে৷ কিন্তু এই রেল লাইনের কাজের জন্য শান্তির বাজার মহকুমা আন্তর্গত গাদাং বাজার সংলগ্ণ এলাকায় গ্রাম বাসিরা ব্যাপক ভাবে ক্ষতি গ্রস্ত হচ্ছেন৷ এলাকাবাসীদের অভিযোগ রেল লাইনের সম্প্রসারণের কাজ করতে গিয়ে রেল বরাত পাওয়া ঠিকেদারেরা লাল মাটি এনে তাদের জমিতে রাখছেন৷ যার দরুন গ্রামবাসীদের সেই জমিতে কৃষি কাজ করতে কষ্ঠ হচ্ছে৷ লাল মাটি কৃষি জমির উর্বরতা শক্তি কমিয়ে দিচ্ছে৷ যার জন্য ফসলের বৃদ্ধি হচ্ছেনা ফসল নানা ভাবে নষ্ট হচ্ছে৷ এছাড়া প্রায় তিন বছর যাবত রেলের কাজের জন্য সেই গ্রাম গুলির রাস্তার বেহাল দশা৷ রেলের কাজের জন্য আসা বড় বড় পাথর বোঝাই গাড়ি যাতায়াত করে তাদের রাস্তা চলার উপযোগী থাকছে না৷ বর্ষার দিনে সেই অঞ্চলের রাস্তা গুলির অবস্থা এমন হয়ে যায় যাতে পায়ে হাটার যোগ্যও থাকে না৷ এই ব্যাপারে দীর্ঘ দিন গ্রাম বাসীরা সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েও কোন লাভ হয়নি৷ তাই শনিবার গাদাং বাজার এলাকার প্রায় দুশ মানুষ শান্তিরবাজার থেকে সাব্রুম যাওয়া সড়ক অবরোধ করে৷ এই অবরোধ এর ফলে জাতীয় সড়কের দুদিকেই বহু গাড়ি দাড়িয়ে পরে৷ প্রায় তিন ঘন্টা ধরে চলে এই অবরোধ৷ অবশেষে মহকুমা শাসক শ্রীমতী বিশ্বশ্রী বি এসে গ্রামবাসীদের সাথে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেন এবং রেল দফতরের সাথে কথা বলে আগামী কিছু দিনের মধ্যে এই সমস্যা সমাধান করার কথা আশ্বাস দেন৷ এর পর গ্রামবাসীরা অবরোধ তুলেনেন৷ উল্লেখ করা যেতে পারে, ইতিমধ্যেই উদয়পুর পর্যন্ত রেল চালু হয়ে গেছে৷ বর্তমানে উদয়পুর থেকে সাব্রুম পর্যন্ত বাকি রাস্তার কাজ করছে রেল দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *