নন্দননগরে পাঁচ বছরের শিশুকন্যা ধর্ষিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ আরও এক শিশুকন্যা ধর্ষিতা হয়েছে বলে খবর মিলেছে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটা নাগাদ শহরতলীর নন্দনগর শনীতলা এলাকায়৷ পাঁচ বছরের ঐ শিশুকন্যাকে এলাকারই রীপন রুদ্রপাল ধর্ষণ করেছে বলে অভিযোগ৷ যদিও এই ব্যাপারে থানায় কিংবা পুলিশকে কোন কিছু জানানো হয়নি৷ দুই লক্ষ টাকার বিনিময়ে ঘটনাটি মিটমাট করার চেষ্টা চলছে৷ জানা গিয়েছে, শুক্রবার রাতে ঐ শিশুকন্যার বাবা মা ডাক্তারের কাছে গিয়েছিলেন৷ তখন প্রতিবেশী রীপন রুদ্রপাল ঐ শিশুকন্যাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়৷ বাড়ির সামনের রাস্তায় অটোর মধ্যে শিশুকন্যাকে ধর্ষণ করে রীপন রুদ্রপাল৷ পরে শিশুকন্যার যৌনাঙ্গে ব্যাপক রক্তক্ষরণ দেখতে পেয়ে বাবা- মা তার কাছে সমস্ত ঘটনা জানতে পারেন৷ সঙ্গে সঙ্গেই শুরু হয় দুই পরিবারের মধ্যে আলোচনা৷ খবর লেখা পর্যন্ত কোন মামলা হয়নি৷