BRAKING NEWS

রাজস্থানে বিয়েবাড়ির দেওয়াল ভেঙে মৃত অন্তত ২৬, গুরুতর আহত ২৮

জয়পুর, ১১ মে (হি.স.): রাতের অন্ধকারে বিয়েবাড়ির আনন্দ বিষাদে পরিণত হল রাজস্থানের ভরতপুর জেলায়| মুহূর্তে শ্মশানভূমিতে পরিণত হল আলো ঝলমলে বিয়েবাড়ি| প্রবল ঝড়বৃষ্টি ও ধুলো ঝড়ের কারণে ৱুধবার রাত ১০টা নাগাদ ভরতপুরের সেভার রোডে একটি বিয়েবাড়ির দেওয়াল আচমকা ভেঙে পড়ে| হুড়মুড়িয়ে দেওয়াল ভেঙে পড়ায় ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন| মৃতদের মধ্যে ৪ শিশু এবং ১১ জন মহিলাও রয়েছেন| মর্মান্তিক এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন| ৱুধবার রাতে ভরতপুর জেলায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া|
ভরতপুরের পুলিশ সুপার অনিল তাঁক জানিয়েছেন, ৱুধবার রাতে সেভার রোড এলাকায় আচমকাই বজ্রবিদু্যত্ সহ প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়| সেই সময় ওই বিয়েবাড়িতে প্রচুর লোকের সমাগম ছিল| ঝড়ের গতিবেগ এতটাই বেশি ছিল, তার ছিঁড়ে বিয়েবাড়ির বিদু্যত্ চলে যায়| অন্ধকারের মধ্যেই হঠাত্ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিয়েবাড়ির দেওযাল| ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন| গুরুতর আহত অবস্থায় কমপক্ষে ২৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক| বৃহস্পতিবার ভোর পর‌্যন্ত চলে উদ্ধারকাজ|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ভরতপুরের সেভার রোডে অন্নপূর্ণা ম্যারেজ নামক বিয়েবাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল| কনের বাড়ি জয়পুরের জোহারি বাজার এলাকায়| পাত্রের বাড়ি কিরোরি মালি এলাকায়| তিনি রাজ্য বন দফতরের কর্মী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *