নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ আমবাসা, ২৯ এপ্রিল৷৷ পৃথক স্থানে পথ দূর্ঘটনায় প্রাণ গেল এক রিক্সা সওয়ারির ও বাইসাইকেল চালকের৷ গুরুতর আহত অবস্থায় জি বি’তে চিকিৎসাধীন রিক্সা চালক৷ আমবাসা দুই টিএসআর জওয়ান দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন৷
পুলিশ জানিয়েছে, শনিবার ভোর পাঁচটা নাগাদ ওএনজিসি এক নং গেইটের সামনে একটি বুলেরু গাড়ি রিক্সাকে ধাক্কা মারে৷ গাড়িটি বিশালগড়ের দিকে যাচ্ছিল৷ গাড়ির ধাক্কায় রিক্সা চালক মরণ দাস(৪০) এবং যাত্রী হরিপদ সরকার(৪০) ছিটকে পড়েন৷ তাতে দুজনই গুরুতর আহত হন৷ স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে হাপানিয়া ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা হরিপদ সরকারকে মৃত বলে ঘোষণা দেন৷ রিক্সা চালক মরন দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ জি বি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা খুবই সঙ্কটজনক৷
এদিকে, টিআর-০১-১বি-০৭৮৫ নম্বরের বুলেরু গাড়িটির চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে৷ আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বুলেরু গাড়িটি আটক করেছে৷ প্রত্যদর্শীদের বক্তব্য, বুলেরু গাড়ির চালকের অসাবধানতার কারণেই দূর্ঘটনাটি ঘটেছে৷ গাড়িটি প্রচন্ড গতিতে ছিল৷ ফলে, ওএনজিসি এক নং গেইটের সামনে নিয়ন্ত্রণ রাখতে না পেরে রিক্সাকে ধাক্কা মারে৷ এই ঘটনায় পুলিশ একটি মামলা গিয়েছে৷
এদিকে, ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করে এগিয়ে যেতে গিয়ে অটোর সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হলেন দুই টিএসআর জওয়ান৷ তাদের ধলাই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
জানা গেছে, শনিবার দুপুর আড়াইটা নাগাদ টিআর-০৫-এ-৪৯৮৮ নম্বরের বাইকে করে টিএসআর তৃতীয় ব্যাটেলিয়ানের দুই জওয়ান নিমাই ঋষিদাস(৩৫) এবং সুশান্ত দাস(৩৬) আমবাসা থেকে মনুর উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ আমবাসায় পুলিশ সুপারের সরকারি বাসভবনের সামনে ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করে তারা এগিয়ে যান৷ বিপরীত দিকে রেলস্টেশনের থেকে আমবাসা আসার পথে টিআর০৪-২৮৬৬ নম্বরের অটোর সাথে বাইকটির ধাক্কা লাগে৷ তাতে দুজনই ছিটকে পড়ে ঐখানে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ির সাথে ধাক্কা খান৷ এই ঘটনায় সুশান্ত দাসের মাথা ফেটেছে৷ নিমাই ঋষিদাসের মাথায় হেলমেট থাকায় তিনি অল্পবিস্তর চোট পেয়েছেন৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে করেই তাদের ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জানা গেছে, দুজনই এখন সুস্থ আছেন৷ তবে, হাসপাতালে চিকিৎসা চলছে৷
এদিকে, দুই বাইসাইকেলে মুখোমুখি সংঘর্ষে এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে৷ জানা গেছে, বাইখোড়া থানাধীন পূর্ব চড়কবাই এলাকার দুই প্রতিবেশী গৌরাঙ্গ মজুমদার(৫৮) এবং বিশ্ব বিশ্বাস (৪৬) গতকাল রাত আনুমানি সাড়ে নয়টা নাগাদ বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে গৌরাঙ্গ মজুমদার গুরুতর আহত হন৷ জানা গেছে, দুই বাইসাইকেল সংঘর্ষে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান৷ সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে প্রথমে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ সেখান থেকে তাকে শান্তিরবাজার হাসপাতালে পাঠানো হয়৷ অবস্থা আশঙ্কাজনক দেখে সেখান থেকে তাকে উদয়পুরে ত্রিপুরাসুন্দরী জেলা হাসপাতালে পাঠানো হয়৷ সেখান থেকেও চিকিৎসকরা তাকে হাঁপানিয়া ত্রিপুরা মেডিক্যাল কলেজে পাঠান৷ এখান থেকেও তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা খুবই সংকটজনক৷ তাই তাকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে৷ জিবিতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়েছে৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
2017-04-30

