BRAKING NEWS

দক্ষিণ কলকাতায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু মডেলের, হাসপাতালে ভর্তি অভিনেতা বিক্রম

কলকাতা, ২৯ এপ্রিল (হি.স.): রাসবিহারী মোড়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন টেলিভিশনের জনপ্রিয় মডেল সনিকা সিং চৌহান| এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন টলিউড অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও| শনিবার ভোরে পথ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ-তে লেক মলের কাছে| পুলিশ সূত্রের খবর, ভোর তখন ৪টে হবে, লেক মলের সামনে গাড়িতে করে যাচ্ছিলেন বিক্রম ও সনিকা| অভিশপ্ত গাড়ির চালকের আসনে বসেছিলেন বিক্রম| গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে| মুহূর্তের মধ্যে রাস্তা ছেড়ে ফুটপাথে উঠে যায় গাড়িটি| এরপরে একটি দোকানে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়| দুর্ঘটনার জেরে রীতিমতো দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় গুরুতর আহত অবস্থায় বিক্রম ও সনিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়|
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা সনিকাকে মৃত বলে ঘোষণা করেন| অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে প্রথমে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হলেও, খানিক পরেই তিনি ফের অসুস্থ বোধ করেন এরপর ফের তঁাকে হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতাল সূত্রের খবর, তঁার অবস্থা আপাতত স্থিতিশীলই রয়েছে| যদিও কোনও ঝুঁকি না নিয়ে প্রয়োজনীয় সমস্ত রকম পরীক্ষা করেন চিকিত্সকরা|
কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গাড়িটি দ্রুত গতিতে ছুটছিল| সেই সময় নিয়ন্ত্রণ হারানোর ফলেই গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে| তারপর ফুটপাথে উঠে গিয়ে একটি দোকানে ধাক্কা মারে| গাড়ি চালানোর সময় অভিনেতা সুস্থ অবস্থায় ছিলেন কিনা, গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, এই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে|
হতবাক করছে এই বিষয়টি যে, অত্যন্ত অল্প বয়সেই চলে গেলেন সুন্দরী সুপার মডেল সনিকা| কলকাতার লা মার্টিনেয়ার ফর গার্লস-এ পড়াশোনা করেছেন সনিকা| পরে স্নাতক স্তরে পড়াশোনা করেন মাউন্ট কারমেল কলেজে| ২০১৩ সালের মিস ইন্ডিয়া কনস্টেটের ফাইনালিস্ট ছিলেন সনিকা| ছোটবেলা থেকেই খেলাধুলো ভালবাসতেন তিনি| একটি আন্তর্জাতিক স্পোর্টস চ্যানেলের হয়ে দীর্ঘদিন বহু শো-তে অ্যাঙ্করিং করেছেন সনিকা| ভিডিও জকি হিসেবেও কাজ করেছেন এই সুন্দরী মডেল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *