নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ গৃহবধূকে মারধর ও শ্লীলতহানির অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে৷ পুলিশ মামলা নিলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি৷ অভিযুক্ত যুবকের নাম ওয়াসিম মিয়া৷ বাড়ি সিধাই থানার অধীন হরিশনগর এলাকায়৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার দিনদুপুরে ওয়াসিম মিয়া ঐ যুবতী গৃহবধূর বাড়ীতে যায়৷ তাকে কুপ্রস্তাব দেয়৷ তাতে রাজী না হওয়ায় তার শ্লীলতাহানি করা হয়৷ মহিলা চিৎকার চেচামেচি করলে তাকে মারধর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ওয়াসিম মিয়া৷ এই ব্যাপারে ঐ গৃহবধূ সিধাই থানায় একটি মামলা দায়ের করেন৷ পুলিশ মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে যাচ্ছে৷ কিন্তু, ঘটনার পর থেকেই ওয়াসিম পালিয়ে গা ঢাকা দিয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷
2017-04-28

