মুসলিম সংরক্ষণ বিলে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

হায়দরাবাদ, ২০ এপ্রিল (হি.স.) : রাজ্যের মুসলিম সংরক্ষণ বিলে সৱুজ সংকেত দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও| তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তিনি তাঁকে অনুরোধ করবেন রাজ্যের মুসলিম সংরক্ষণ বিলে সৱুজ সংকেত দেওয়ার জন্য | কেসিআর জানিয়েছেন, দিল্লিতে ২৩ তারিখ নীতি আয়োগের বৈঠকের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি| তাঁকে অনুরোধ করবেন, যেন মুসলিম সংরক্ষণ বিলকে আইনি রক্ষাকবচ দেওয়া হয়|
গত রবিবারই তেলেঙ্গানা বিধানসভায় পাশ হয় মুসলিম সংরক্ষণ বিল| ওই বিল মুসলিমদের সংরক্ষণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে| ফলে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের হার টপকে গিয়েছে সুপ্রিম কোর্ট নির্ধারিত ৫০ শতাংশ| বিজেপি ছাড়া আর সব বিরোধী দল অবশ্য এই বিল সমর্থন করেছে| ধর্মের ভিত্তিতে সংরক্ষণ আনার বিরোধিতা করায় কক্ষ থেকে সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়কদের|
ওই বিলকে আইনে পরিণত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন তেলেঙ্গার মুখ্যমন্ত্রী | প্রধানমন্ত্রী এই আবেদন শুনবেন বলে আশাবাদী চন্দ্রশেখর| কারণ রবিবার রাজ্য বিধানসভায় যখন বিলটি পাশ হচ্ছিল, তখন মোদী ওড়িশায় বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে মন্তব্য করেন, মুসলমান সমাজের পিছিয়ে পড়া শ্রেণিকে মূল স্রোতে মিশিয়ে দেওয়ার জন্য আরও চেষ্টার প্রয়োজন| এতে উত্সাহিত কেসিআর জানিয়েছেন, তাঁর আশা, কেন্দ্র তাঁদের আইন সমর্থন করবে| তবে কেন্দ্রে এই বিল আটকে যাবে বলে দাবি করেছে রাজ্য বিজেপি|