চিটফান্ডে ইস্যুতে পথে নামছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ চিটফান্ড প্রতারণা সঙ্গে যুক্ত প্রতারকদের গ্রেফতার এবং আমনতকারীদের অর্থ ফেরত দেবার দাবীতে বিজেপি আগামীকাল আগরতলায় আন্দোলন শুরু করছে৷ বিজেপি এই আন্দোলন কে গ্রাম স্তর পর্যন্ত নিয়ে যাবার ঘোষণা দিয়েছে৷ বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ১৯ এপ্রিল পশ্চিম জেলা কমিটির তরফে এই আন্দোলনের সূচনা হচ্ছে৷ এইদিন ত্রিপুরার বিভিন্ন চিটফান্ডে কোম্পানি গুলির প্রধান এবং তাদের এই রাজ্যে প্রতিষ্ঠিত করতে যেসব নেতা মন্ত্রী এবং আমলা নির্লজ্জভাবে সাহায্য করেছে তাদেরকে এক মাসের মধ্যে গ্রেফতারের দাবী করছে বিজেপি৷ একই সঙ্গে ত্রিপুরা সরকার কে আগামী তিন মাসের মধ্যে চিটফান্ডে আমানতকারীদের গচ্ছিত অর্থ ফিরিয়ে দেবার জন্য উপযুক্ত ব্যবস্থার দাবীতে জেলা কমিটি রাজধানী আগরতলা বিশাল মিছিল সংগঠিত করবে এবং জেলা শাসকের কাছে দাবী সনদ পেশ করবে৷ সুবল ভৌমিক আরো জানান ইতিপূর্বে পঞ্চায়েত এবং নগর পঞ্চায়েত স্তর থেকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে৷