BRAKING NEWS

ঘুষ দেওয়ার চেষ্টা অভিযোগে এআইএডিএমকে সহ সভাপতি দিনকরণের বিরুদ্ধে মামলা দায়ের

চেন্নাই, ১৭ এপ্রিল (হি.স.) : নির্বাচন কমিশনের আধিকারিকদের ঘুষ দেওয়ার চেষ্টা অভিযোগে শশীকলার ভাইপো তথা এআইএডিএমকে সহ সভাপতি টিটিভি দিনকরণের বিরুদ্ধে মামলা দায়ের হল| একটি পাঁচতারা হোটেল থেকে সুকেশ চন্দ্রশেখর নামে এক মধ্যস্থতাকারীকে গ্রেফতার করার পরেই বর্তমানে জেলবন্দি ভিকে শশীকলার ভাইপো দীনাকরণের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ| তাঁর বিরুদ্ধে ১৭০, ১২০বি এবং অপরাধ দমন সংক্রান্ত আইনের ৮ ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা| দলের জন্য দুই পাতা প্রতীক চিহ্ন পেতে ঘুষ দিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ |
এআইএডিএমকে-র প্রতীক জোড়া পাতার মালিকানা নিয়ে শশীকলা শিবিরের সঙ্গে বিরোধী গোষ্ঠীর সংঘাত চরমে পৌঁছেছে| আর কে নগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের আগে জোড়া পাতা প্রতীক ব্যবহার করার অনুমতি আদায় করার জন্য নির্বাচন কমিশনের আধিকারিকদের ঘুষ দিতে চেয়েছিলেন দীনাকরণ| সুকেশকে জেরা করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা| জানা গিয়েছে, ৫০ কোটি টাকার বিনিময়ে জোড়া পাতা প্রতীকের মালিকানা শশীকলা শিবিরকে পাইয়ে দেওয়ার চুক্তি করেছিলেন সুকেশ| তাঁর কাছ থেকে ১.৩০ কোটি টাকা এবং দুটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে পুলিশ| নির্বাচন কমিশনের কোন আধিকারিকদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল সেটা জানার জন্য জেরা চলছে| তদন্ত এগিয়ে নিযে যেতে খুব শিগগির শমন পাঠানো হবে দিকরণকেও| এআইএডিএমকে সহ সভাপতি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন| তাঁর দাবি, সুকেশ চন্দ্রশেখর নামের কাউকে চিনি না আমি| তাই ঘুষ দেওয়ার প্রশ্নই ওঠে না| শমন আসুক| আইনি পথেই তার জবাব দেব|
গত বছর প্রাক্তন এআইএডিএমকে সভাপতি এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃতু্যর পর, দলের নেতৃত্ব নিযে পনিরসেলভম ও শশীকলার মধ্যে বিরোধ দেখা দেয়| দুই ভাগে ভেঙে যায় এআইএডিএমকে| নিজের সমর্থকদের নিয়ে এআইএডিএমকে: পুরাতচি থালাইভি আম্মা গঠন করেন পনিরসেলভম| দিনকরণ ও বাকি সমর্থকদের নিয়ে এআইএডিএমকে: আম্মা গঠন করেন শশীকলা| তবে আলাদা আলাদা দল হলেও, আরকে নগর উপনির্বাচনের পর দলের আসল প্রতীক চিহ্ন নিয়ে তাঁদের মধ্যে গোল বাঁধে| বাধ্য হয়ে সেটি বাজেয়াপ্ত করে নেয় নির্বাচন কমিশন|
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে জেলবন্দি শশীকলা| তবে তাঁর অনুগামীরা দলের বিরুদ্ধ গোষ্ঠীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে| আর কে নগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ১২ তারিখ| কিন্তু নির্বাচনী প্রচারে যথেষ্ট টাকা ব্যবহারের অভিযোগ ওঠায় নির্দিষ্ট দিনে ভোটগ্রহণ বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন| এই নির্বাচনে প্রার্থী হয়েছেন দীনাকরণ| তাঁর প্রতীক টুপি| তবে মামলা দায়ের হওয়ায় বিপাকে পড়ে গেলেন শশীকলার ভাইপো|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *