BRAKING NEWS

বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে ইভিএম নিয়ে অগণতান্ত্রিক বক্তব্যের অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল বামফ্রন্টের, বিপ্লববাবু সমস্ত বিরোধীদের ডুবাবেন ঃ সুদীপ, এই ধরনের বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক ঃ বীরজিৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ ইভিএম নিয়ে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে অগণতান্ত্রিক বক্তব্যের অভিযোগ

শুক্রবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ত্রিপুরা বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান খগেন দাস৷ ছবি নিজস্ব৷

এনে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি৷ বিজেপি সভাপতির বক্তব্যকে ঘিরে বিরোধী রাজনীতিতেও ঝড় বইতে শুরু করেছে৷ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব নিজের দল সহ সমস্ত বিরোধীদের ডুবাবেন৷ এদিকে, বিপ্লববাবু সমস্ত অভিযোগ খন্ডন করে দাবি করেন, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে৷
গত বুধবার তেলিয়ামুড়ায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব ইভিএম কারচুপির বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর দলের প্রতীক চিহ্ণে বোতাম টিপলে ভোট পদ্মতেই পড়বে৷ উত্তরপ্রদেশ এবং মণিপুরে যেমনটা হয়েছে, ঠিক একই ভাবে ত্রিপুরাতেও ঘটবে৷ পাশাপাশি তিনি হুঁঙ্কার দিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রী সেই চেষ্টা করতে পারেন৷ বিজেপি রাজ্য সভাপতির এই বক্তব্যে রাজ্যে বিরোধী এবং শাসক শিবিরে তুমুল ঝড় বইতে শুরু করেছে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট রাজ্য কমিটির চেয়ারম্যান খগেন দাস অভিযোগ করে বলেন, বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব তেলিয়ামুড়ায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে উল্লেখ করেছেন উত্তরপ্রদেশ এবং মণিপুরে যেভাবে বিজেপি ক্ষমতায় এসেছে ত্রিপুরাতেও তাই হবে৷ ভোট যাকেই দিক, তা বিজেপিতেই আসবে৷ এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ভোট দিলে তাও বিজেপিতেই এসে পৌঁছবে৷ খগেনবাবু এদিন বলেন, এই ধরণের বক্তব্য গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ৷ উত্তরপ্রদেশের নির্বাচনের পর বিএসপি সহ বিভিন্ন দল ইভিএম নিয়ে অভিযোগ তুলেছেন৷ মধ্যপ্রদেশে বান্ধবগড় উপনির্বাচনে ইভিএম কারচুপির প্রমাণ মিলেছে৷ এনিয়ে নির্বাচন কমিশনে বিস্তর চর্চাও হচ্ছে৷ বিভিন্ন রাজনৈতিক দল ইভিএম সম্পর্কে তাদের মতামত নির্বাচন কমিশনের কাছে রেখেছে৷ দাবী উঠেছে ইভিএমে ভোটদানের পর রসিদ দেওয়া হোক৷ এক্ষেত্রে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের কাছে যে অর্থের দাবী করেছে তা তাদের দেওয়া হচ্ছে না৷ আর এই সময়ে বিজেপি রাজ্য সভাপতির এই ধরনের মন্তব্য যথেষ্ট চিন্তার বিষয় বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন৷ এদিন তিনি ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন, বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে ঘুরপথে রাজ্যের ক্ষমতা দখলের চেষ্টা করছে৷ এই বিষয়ে তিনি যুক্তি দিয়ে বলেন, ১৯৮৮ সালে নির্বাচনে বামফ্রন্ট পরাজিত হয়নি৷ তাতেও ইঙ্গিত মিলেছে তখন ঘুরপথে কংগ্রেস জোট ক্ষমতায় এসেছিল৷
খগেনবাবু বলেন, বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য নিয়ে বামফ্রন্ট এক বৈঠক করেছে৷ বৈঠকের সিদ্ধান্তক্রমে নির্বাচন কমিশনের কাছে তথ্য প্রমাণ সহ অভিযোগ দায়ের করা হয়েছে৷ পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জন্যও দাবী জানানো হয়েছে৷ একই সঙ্গে ইভিএমে জনমতের স্বাভাবিক প্রতিফলনের বিষয়টিও সুনিশ্চিত করতে বলা হয়েছে৷ এদিন তিনি বিজেপি রাজ্য সভাপতি উদ্দেশ্যে কটাক্ষের সুরে বলেন, বিপ্লববাবু ত্রিপুরায় জন্ম নিলেও এরাজ্যে বেশীদিন থাকেননি৷ ফলে, ত্রিপুরার মাটি সম্পর্কে তাঁর ধারণা নেই৷ ত্রিপুরার জনগণ তাঁর এই বক্তব্যের উপযুক্ত জবাব দেবে বলে আশা প্রকাশ করেন ত্রিপুরা বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান৷
এদিকে, বিরোধীরাও বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যের নিন্দা জানিয়েছে কড়া ভাষায়৷ তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য, বিপ্লববাবু বিজেপি দল সহ সমস্ত বিরোধীদের ডুবাবেন৷ তাঁর দাবি, উত্তরপ্রদেশ নির্বাচন ফলাফল শেষে বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি এবং তাদের সাথে মিলে কংগ্রেস, সিপিএম এবং আম আদমি পার্টি ইভিএম কারচুপির যে অভিযোগ এনেছে তারই সত্যতা প্রমাণ বিপ্লব দেবই দিচ্ছেন৷ তেলিয়ামুড়ায় জনসভায় তাঁর বক্তব্যে তিনি সেই বিষয়টি স্বীকার করে নিয়েছেন৷ সুদীপবাবু দাবি করেন, বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য সম্পূর্ণ অগণতান্ত্রিক৷ রাজ্যের জনগণের উপর আস্থা রাখতে পারছেন না৷ তাই এই ধরনের বক্তব্য রাখছেন বিজেপি সভাপতি৷ সুদীপবাবু বলেন, বিজেপি রাজ্য সভাপতি ঐ বক্তব্যের মাধ্যমে তাঁর শিশুসুলভ আচরণ এবং রাজনৈতিক অপরিপক্কতার প্রমাণ দিয়েছেন৷ তাই নির্বাচন কমিশনের প্রতিনিধি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক যেন এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে বিপ্লব দেবের বিরুদ্ধে থানায় এজাহার করেন সেই দাবী তুলেন তৃণমূল বিধায়ক৷
এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহাও বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যের তীব্র সমালোচনা করে নিন্দা জানিয়েছেন৷ তিনি বলেন, এই ধরনের বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক৷ কংগ্রেস দল নির্বাচন কমিশনে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানাবে৷
কিন্তু, তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগের খন্ডন করে বিজেপি রাজ্য সভাপতির দাবি জনসভায় দেওয়া ভাষণের অপব্যাখ্যা করা হচ্ছে৷ এই প্রতিবেদককে তিনি জানিয়েছেন, তেলিয়ামুড়ায় জনসভায় তিনি ভাষণে যা বলেছেন, তার ভুল ব্যাখ্যা করা হচ্ছে৷ তাঁর দাবি, রাজ্যের জনগণ বিজেপির প্রতি ক্রমশ ভরসা রাখতে শুরু করেছে৷ আগামী বিধানসভা নির্বাচনে নতুন ইভিএম ব্যবহার করা হবে৷ ফলে কারচুপির কোন সম্ভাবনা নেই৷ উত্তরপ্রদেশ এবং মণিপুরে জনগণের বিপুল সমর্থন যেভাবে বিজেপি কুড়িয়েছে একই ভাবে এরাজ্যেও বিজেপির প্রতি মানুষের আস্থা প্রদর্শন করতে দেখা যাবে আগামী বিধানসভা নির্বাচনে৷ তাই তিনি তাঁর বিরুদ্ধে যেসমস্ত অভিযোগ আনা হচ্ছে তা নিয়ে মোটেও চিন্তিত নন বলে দাবি করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *