নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ এপ্রিল৷৷ মঙ্গলবার গভীর রাতে একদল দুসৃকতির আক্রমণের শিকার হল তিনজন বস্ত্র ব্যবসায়ী৷ ঘটনা বিশালগড় বক্সনগর রোর্ডের ঘনিয়ামারা এলাকায়৷ ব্যবসায়ীদের মারধরের পাশাপাশি ৬ লক্ষ টাকার কাপড়ের বান্ডিল ও ৫২ হাজার টাকা ছিন্নতাই করে নিয়ে যায় বলে অভিযোগ৷ খবরে জানা যায়, সোনামুড়ার কাপড় ব্যবসায়ী, সিরাজ মিঞা, লিটন মিঞা, ও রাসেল মিঞা আগরতলা জয়মাতা টেক্সটাইলস থেকে ৬ লক্ষ টাকার কাপড় কিনে বোলেরো গাড়ি করে সোনামুড়া ফিরছিলেন৷ বিশালগড় বক্সনগর রোডে ঘনিয়ামারা আসতেই ৭/৮ জনের একদল দুসৃকতি কাপড় বোঝাই করা বোলেরো গাড়িটি আটক করে প্রথমে ব্যবসায়ী সিরাজ মিঞাকে মারধর করে বাকী দুজন ব্যবসায়ীকেও মারধর করে কাপড়ের বান্ডিল সহ নগদ ৫২ হাজার টাকা নিয়ে চম্পট দেয়৷ ব্যবসায়ীদের চিৎকার শুনে আশেপাশের লোক এগিয়ে আসে, এবং বিশাল পুলিশ বাহিনী হাজির হয়৷ ব্যবসায়ী সিরাজ মিঞা দুসৃকতিদের মধ্যে সহিদ মিঞা (২৩) কে চিনে ফেলে৷ তার নাম ধাম দিয়ে মামলা করা হয়৷ মঙ্গলবার রাত্রি ২টার সময় দুসৃকতি সহিদ মিঞাকে গ্রেফতার করে৷ বাকিরা পলাতক বলে জানা যায়৷ গতকাল তাকে আদালতে সোপর্দ করলে ৬ দিনের পুলিশ হেফাজতের আদের্শ দেয় বিচারক৷ বিশালগড় থানার দায়ের করা মামলা নম্বর হল ২০/১৭১ ভারতীয় দন্ডবিধির ৩১৪,৩৯৫ এবং ৩৯৭ ধারায় মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্তে নামে৷ পুলিশ সূত্রে খবর, বিশালগড়ের এক নামকরা মাফিয়া দুসৃকতিদের বাঁচাতে প্রচুর টাকা নিয়ে থানার আশেপাশে ঘুরছে বলে জানা যায়৷ তবে বিশালগড় থানার ডি এস পি দুসৃকতিদের অটক করতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে মাঠে নেমেছে৷ সহিদ মিঞাকে জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ৷ এই সব তথ্যের উপর ভিত্তি করে বাকিদেরও জালে তুলতে সক্ষম হবে বলে জানায়৷
2017-04-14

