নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ চাকুরীচ্যুত শিক্ষকদের কোন আশার আলো দেখালেন না সিপিএম পলিটব্যুরো সদস্য

তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তবে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপি সম্পর্কে সাবধান থাকার জন্য পরামর্শ দিয়েছেন তিনি৷
মঙ্গলবার ধনপুর বিধানসভা কেন্দ্রের থলিবাড়িতে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের তীব্র ভাষায় সমালোচনা করেছেন৷ তিনি বলেন, জিনিষপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি হচ্ছে৷ অথচ নির্বাচনের আগে বিজেপি’র প্রতিশ্রুতি ছিল জিনিসের দাম কমবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায়ও মুখর হন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, ভোটে জিতলে বিদেশ থেকে কালো টাকা এনে প্রত্যেক ভারতীয়’র একাউন্টে পনের লক্ষ টাকা করে জমা দেবেন বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ কিন্তু, ভোটে জেতার পর প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী একটি পয়সাও বিদেশ থেকে আনতে পারেননি৷ ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী৷ কিন্তু, এখন দেখা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী মাত্র দেড় লক্ষ কর্মসংস্থান কেন্দ্রীয় দপ্তরগুলিতে হয়েছে৷
এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, উন্নয়নের কর্মযজ্ঞ গোটা দেশে থমকে গেছে৷ এরাজ্যেও উন্নয়নের কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে৷ রেগায় শ্রমদিবস কমিয়ে দিয়েছে, তাতে গরীব মানুষের উপার্জনে আঘাত করছে কেন্দ্রীয় সরকার৷ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দ কম রাখা হয়েছে৷ এমনকি শিশু ও মাতৃ কল্যাণেও টাকার বরাদ্দ কমিয়ে দিয়েছে কেন্দ্র৷ মুখ্যমন্ত্রী বক্তব্য, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে৷ ফলে, কংগ্রেসের চাইতেও বর্তমান আরো ভয়ঙ্কর বলে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন৷
এদিন তিনি আরো বলেন, রাজ্যে শান্তি-সম্প্রীতির পরিবেশ নষ্ট করার ঘৃণ্য চক্রান্ত চলছে৷ বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ তারা তাদের প্রসার বৃদ্ধির চেষ্টা শুরু করেছে৷ ধর্মের নামে বিভেদ তৈরি করারও চেষ্টা চলছে৷ তাদের বিষয়ে সজাগ থাকতে হবে বলে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন৷
তবে, এদিন প্রত্যেকেরই কৌতুহল ছিল মুখ্যমন্ত্রী চাকুরীচ্যুত শিক্ষকদের বিষয়ে কি বলেন৷ রাজ্য সরকার কিভাবে তাদের পাশে রয়েছে তার ব্যাখ্যা দেবেন৷ কিন্তু, মুখ্যমন্ত্রী এদিন এবিষয়ে একটি কথাও বলেননি৷

