নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ রবিবার থেকে শিশু উদ্যানে বসছে চৈত্র মেলা৷ বিক্রেতারা ইতিমধ্যে শকুন্তলা রোডে পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন৷ তাদের বাধা দেওয়া হলে তারা জোর গলায় বলেন নির্দিষ্ট স্থান দেওয়া না হলে শকুন্তলা রোডেই চৈত্র মেলায় ব্যবসা করবেন৷ ফলে একপ্রকার বাধ্য হয়েই শনিবার পুর নিগমের তরফে তাদের হাতে শিশু উদ্যানে চৈত্র মেলার হাট খোলার জন্য কাগজ তুলে দেওয়া হয়৷ শিশু উদ্যানে তাদের জন্য শৌচালয় এবং পানীয় জলের বন্দোবস্ত করবে পুর নিগম৷ যদিও পূর্বে এই শিশু উদ্যানেই প্রতিবছর চৈত্র মেলা বসত৷ বেশ জমজমাট হতো৷ বিকিকিনিও ভালই হতো৷ কয়েক বছর পূর্বে এই চৈত্র মেলার হাট শিশু উদ্যান থেকে সরিয়ে দেওয়া হয়৷ তাতে বাধ্য হয়েই বিক্রেতারা শকুন্তলা রোড সহ আশেপাশের রাস্তায় পসরা সাজিয়ে বসেন৷ তাতে লোক সমাগম কম হচ্ছিল৷ মলগুলিতে চলে যান ক্রেতারা৷ এবারে শিশু উদ্যানে পুনরায় চৈত্র মেলার হাট বসতে চলেছে তাতে বিক্রেতারা আশাবাদী বিকিকিনি ভাল হবে৷
2017-04-02

