নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ সবুজায়নের অভাবে শহর দূষণের কবলে৷ চিন্তিত অর্পণ সোসাইটি পুর নিগমের মেয়রকে চিঠি দিয়ে বলেছে, দূষণ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ অবিলম্বে যেন গ্রহণ করা হয়৷ জানা গেছে, শুধু সবুজায়নের অভাবই নয়, অপরিকল্পিতভাবে শিল্প কারখানা রাণীরবাজার এবং কাশীপুরে জাতীয় সড়কের পাশে গড়ে ওঠায় কলুষিত হচ্ছে পরিবেশ৷ তাছাড়াও দশ সহস্রাধিক পেট্রোল এবং ডিজেল চালিত যান প্রতিনিয়ত রাস্তায় যাতায়াতের কারণেও বাড়ছে দূষণ৷ এরই পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতির কারণেও দূষণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে৷ এরই পরিপ্রেক্ষিতে অর্পণ সোসাইটি পুর নিগমের মেয়রের কাছে দাবি জানিয়েছে, দেশের দিল্লি এবং অন্যান্য রাজ্যে যেভাবে দূষণ নিয়ন্ত্রণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা অনুসরণ করে সেই পদ্ধতি রাজ্যেও অবলম্বন করা হোক৷
2017-01-31