নাবালিকা প্রেয়সী গর্ভবতী, প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা

rapeনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ জানুয়ারি৷৷ প্রণয়ের সূত্রে সহবাস করায় এক নাবালিকা গর্ভবতী হয়েছে৷ প্রেমিক বিয়ে করতে আপত্তি জানানোয় ধর্ষণের মামলা করা হয়েছে৷ অভিযুক্ত বিশ্রামগঞ্জের প্রমোদনগর এলাকায় মানিক মিয়ার ছেলে ফুলতান মিয়া (৩২)৷ ঘটনার বিবরণে জানা গেছে, ফুলতান মিয়া তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকার এক পনের বছরের নাবালিকার সাথে শারীরিক সম্পর্ক করে বহুদিন যাবত৷ পাষন্ড যুবক চাকমাঘাট এলাকায় কাজ করে দিনমজুরের৷ সেখানে দুজনের সম্পর্ক হয়৷ শেষ পর্যন্ত যখন মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ার খবর তার কানে আসে তখন মেয়েটিকে ডিএনসি করার জন্য তেলিয়ামুড়া থেকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে আসে৷ চিকিৎসকের সঙ্গে যুবক কথা বলে জানতে পারে ঘটনা জটিল হয়ে গেছে৷ এখন অনেক টাকা খরচ হবে৷ সে কথা শুনে যুবক মেয়েটিকে জিবি হাসপাতালে রেখে পালিয়ে যায়৷ পুলিশ সূত্রে জানা গেছে, নাবালিকাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করা হয়েছে৷ সোমবার বিকেলে পালিয়ে আসা যুবককে অভিযুক্ত  করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে৷ পুলিশ তেলিয়ামুড়ায় খবর নিয়ে জানতে পারে সম্পূর্ণ ঘটনা সত্য৷ এখন বিশ্রামগঞ্জ থানার পুলিশ ও তেলিয়ামুড়া থানায় পুলিশের যৌথ চেষ্টায় অভিযুক্ত যুবককে তেলিয়ামুড়া থানার হাতে তুলে দেয়৷ পুলিশ এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে বলে জানা যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *