নাগপুরে হারলেই টি-২০ সিরিজ খোয়া যাবে, আশঙ্কায় ভারত

cricketনাগপুর, ২৮ জানুয়ারি (হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের আশঙ্কায় ভারতীয় ক্রিকেট দল| টি-২০ সিরিজের  প্রথম ম্যাচে হারের পর নাগপুরে দ্বিতীয় ম্যাচে হারলেই ১৫ মাস পরে ঘরের মাঠে প্রথমবার সিরিজ খোয়াতে হবে| এর ফলে সীমিত ওভারের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর  প্রথমবার চাপে বিরাট কোহলি| শেষবার ২০১৫ সালের অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হেরেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত| তার পুনরাবৃত্তি চাইছেন না বিরাট| ফলে দল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বিরাট ও কোচ অনিল কুম্বলেকে|  ইডেনে একদিনের সিরিজের শেষ ম্যাচ এবং কানপুরে প্রথম টি-২০ ম্যাচে দলের হতাশাজনক পারফরম্যান্সের পাশাপাশি নাগপুরে সাম্প্রতিক রেকর্ডও ভারতের বিপক্ষে| গত বছর টি-২০ বিশ্বকাপের গ্রুপ লিগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের স্মৃতি এখনও টাটকা| সেই কারণে আগামীকাল ভারতীয় দলে বদলের সম্ভাবনা রয়েছে| দলে আসতে পারেন ঋষভ পন্থ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *