এ যুগের হিটলারদের উত্থানে সতর্কবার্তা পোপ ফ্রান্সিসের

POPE FRANCISভার্টিকান সিটি ২৩ জানুয়ারি (হি.স.) : মার্কিন মুলুকের রাজনীতিতে পালাবদলে এক সতর্কবার্তা দিলেন পোপ ফ্রান্সিস| তিনি জানালেন, এ যুগেও হিটলারদের উত্থান যাতে না হয় সে ব্যাপারে সতর্ক হতে হবে|
মার্কিন প্রশাসনের ভার ট্রাম্পের উপর আসায়, এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল| ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ জারি মার্কিন মুলুকে| তবে সরাসরি ট্রাম্পকে বিঁধে কোনও কথা বলেননি পোপ ফ্লান্সিস| বরং এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করা হলে জানান, এখনও তা বিচারের সময় আসেনি| কিন্তু পাশাপাশি সারা বিশ্বের বিশেষত ইউরোপের একটি প্রবণতাকে তিনি চিহ্নিত করেন|
এক শ্রেণির নেতার উত্থানে যে আবার হিটলারের জমানা ফিরতে পারে এমনটাই আশঙ্কা করেছেন পোপ ফ্রান্সিস| যুক্তিহীন জনপ্রিয়তা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে বলে এমনটাই মত তাঁর| তা ব্যাখ্যা করতেই গিয়েই ১৯৩৩-এর জার্মানির ইতিহাস ও হিটলারের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি| তাঁর মতে, কোনও একটা সংকট যখন আসে তখন সাধারণ মানুষের মনে ভয় ঘিরে ধরে| সেখান থেকে বেরতে কোনও একটি পরিচিতিকে আশ্রয় করতে চায় মানুষ| কোনও একজন নেতা এসে তাঁদের চাওয়া পাওয়া মিটিয়ে দেবে| ঠিক সেই প্রেক্ষিতেও কোনও এক নেতা জনপ্রিয়তা লাভ করেন| কিন্তু সঠিক পরিচিতির বদলে, অন্য একটি পরিচিতি তিনি মানুষকে দিয়ে দেন| জনপ্রিয়তার হাওয়া তখন বাকি যুক্তিদের উড়িয়ে দেয়| এই পরিবেশই এমন নেতার জন্ম দেয়, যার পরিণতি ইউরোপের ইতিহাস চাক্ষুষ করেছে হিটলারের মাধ্যমে| আর তাই এই ধরনের উত্থান নিয়ে মানুষকে সতর্ক থাকতে হবে বলেই বার্তা দিলেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *