ফের সাইবার ক্রাইম, ৪০ হাজার টাকা গায়েব

crimeeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ আবারও সাইবার ক্রাইম৷ এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চল্লিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র৷ ঘটনা রাজধানী আগরতলায়৷ এই ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যাঙ্ক গ্রাহক জি বি পুলিশ ফাঁড়িতে একটি এফআইআর করেছেন৷ জানা গিয়েছে, আগরতলা জি বি হাসপাতালে কর্মরত চিকিৎসক সমীর দাসের মোবাইলে অন্য একটি মোবাইল থেকে কল করে৷ তাঁর কাছে প্রতারকরা ব্যাঙ্কের আধিকারীক বলে পরিচয় দেয়৷ অত্যন্ত সুকৌশলে ঐ ব্যক্তির ব্যাঙ্ক এটিএম এর পাসওয়ার্ড জেনে নিয়ে নিমেষে চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা৷ এই ঘটনা জানিয়ে ক্ষতিগ্রস্ত বক্তি জিবি ফাঁড়িতে একটি এফআইআর কেরেছেন বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *