নিজস্ব প্রতিনিধি, আগরতলা , ২০ জানুয়ারি ঃ প্রজাতন্ত্র দিবসের আগেই রাজধানী যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ রাজ্য সচিবালয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে রাজধানীর আগরতলায় গুরুত্বপূর্ণ এলাকা যেমন সিটি সেন্টার, স্থানীয় আন্ত রাজ্য এবং আন্তর্জাতিক বাসস্ট্যান্ড, রেল স্টেশন, বিমানবন্দর প্রতিটি জায়গায় চলছে মেটাল ডিরেক্টর দিয়ে যানবাহন পরীক্ষা করার কাজ৷ পুলিশি কুকুরকেও কাজে নামানো হয়েছে৷ বোম স্কোয়াডকে সর্বক্ষণের জন্য তৈরি রাখা হয়েছে৷ তাছাড়া পুলিশ পথের পাশে দাঁড়িয়ে থাকা বাইক ও সাইকেল গুলিতে চলছে মেটার ডিটেক্টর দিয়ে পরীক্ষা করছে৷ আগরতলা বিমানবন্দর এবং রেল স্টেশনে নিরাপত্তা বাহিনীর নজরদারী বাড়ানো হয়েছে৷ নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে৷ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এর টহলদারি বাড়ানো হয়েছে৷
এদিকে, প্রজাতন্ত্র দিবসের আগেই রাজধানী দিল্লিতে জঙ্গি হামলার আশঙ্কায় চাঞ্চল্য ছড়াল৷ আর এই আশঙ্কায় রাজধানীতে নিরাপত্তা আরও জোরদার করা হল৷ বুধবার সকালে একটি রিপোর্টে কেন্দ্রীয় গোয়েন্দারা জানান, সাতজনের একটি জঙ্গিদল রাজধানীতে নাশকতা চালাতে পারে৷ এই দলটির কাছে ভারতীয় সেনার উর্দিও রয়েছে৷ সেনা জওয়ানের ছদ্মবেশে সীমান্তের ওপার থেকে আসা ওই জেহাদিরা বিমানবন্দরসহ দিল্লির গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালাতে পারে বলেও সতর্ক বার্তা দিয়েছে গোয়েন্দা বিভাগ৷ সাত জঙ্গিকে উচ্চপদের সেনার পোশাকে দেখা দিয়েছে বলে খবর৷ এরফলে দিল্লি বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে চরম সতর্কতা জারি করা হয়েছে৷ সূত্রের খবর, গোয়েন্দাদের তরফ থেকে চরম সতর্কতা জারি করা হয়েছে৷ সেই বার্তায় জানানো হয়েছে, চাকরি এবং গুরুদাসপুরের সীমান্ত এলাকায় সাতজন জঙ্গি ঘোরাফেরা করছিল বলে জানা গিয়েছে৷ এরা প্রত্যেকেই উচ্চপদের সেনাদের পোশাক পরে এখানে প্রবেশ করে৷ এরফলে প্রাথমিকভাবে এদেরকে সন্দেহ করাও যায়নি৷ দিল্লি বিমানবন্দর এবং মেট্রো স্টেশন ছাড়াও পাঞ্জাবে দায়িত্বরত কর্মীদেরকেও সতর্ক করা হয়েছে৷ তবে অপরদিকে অতিরিক্ত নিরাপত্তায় হয়রানি হতে পারে সাধারণ যাত্রীদের৷ মেটাল ডিটেক্টর ছাড়াও প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা করে পরীক্ষা করা হয়৷ গয়নাসহ সমস্ত ব্যাগ খুলে বারবার পরীক্ষা চালানো হয়৷ রাস্তায় এবং বিমানবন্দরে নিরাপত্তা দ্বিগুন করা হয়েছে৷ বিভিন্ন পদ্ধতিতে স্পিড ব্রেকার এবং ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷
2017-01-21