ফিল্মি কায়দায় উদয়পুরে ১০ম শ্রেণীর ছাত্রী অপহরণ

kidnapনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ সুকল থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে অপরহরণ করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে উদয়পুরের রাধাকিশোরপুর ড্রপ গেইট এলাকায়৷ পুলিশে জানানো হলেও খবর লেখা পর্যন্ত অপহৃতা ঐ ছাত্রীকে উদ্ধার করতে সফল হয়নি পুলিশ৷ এদিকে, অপহরণকারীর নামধাম জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযুক্তেরও কোন হদিশ নেই৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, সুকল থেকে বাড়ি ফিরছিল দশম শ্রেণীর ঐ ছাত্রী৷ বাড়ি ফেরার পথে আর কে পুর থানার অধীন রাধাকিশোরপুর ড্রপ গেইট এলাকায় ঐ ছাত্রীকে আটক করে মারুতী ভ্যানে তুলে ফিল্মী কায়দায় পালিয়ে যায় এক যুবক৷ দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও ছাত্রীটি বাড়িতে না পৌঁছায় উদ্বিগ্ণ অভিভাবকরা বিভিন্ন স্থানে খোঁজ খবর করে তার কোন হদিশ পায়নি৷ পরবর্তী সময়ে অভিভাবকরা জানতে পারেন যে তেলিয়ামুড়ার মহারাণীপুর এলাকার জীবন সরকারের ছেলে তপন সরকার ছাত্রীটিকে ভ্যানে তুলে নিয়ে গিয়েছে৷ এই ব্যাপারে অভিভাবকরা আর কে পুর থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলার নম্বর ৩/১৭৷ মামলাটি হয়েছে ইউএস ৩৬৪ আইপিসি অনুযায়ী৷ মামলা নিয়ে গোটা বিষয়টি তেলিয়ামুড়া থানার পুলিশকে জানিয়েছে আর কে পুর থানার পুলিশ৷ তেলিয়ামুড়া থানার পুলিশ মহারাণীপুরস্থিত তপন সরকারের বাড়িতে খোঁজ নিয়েছে৷ সেখানেও ঐ ছাত্রী ও অপহরণকারীর কোন হদিশ পাওয়া যায়নি৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অন্য একটি সূত্রে জানা গিয়েছে প্রণয়ের সূত্র ধরে ঐ সুকলছাত্রীকে অপহরণ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *