ওদালগুড়ি (অসম), ১৯ জানুয়ারি, (হি.স.) : ওদালগুড়ির মাজুলিগাঁওয়ে আটক করা হয়েছে এক এনডিএফবি (সং) ক্যাডার। ধৃতকে পুষ্প বসুমতারি বলে পরিচয় পাওয়া গেছে। তার হেফাজত থেকে একটি এ-কে ৪৭ সিরিজের রাইফেল ও দশ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবরে জানা গেছে।