তুরা (মেঘালয়), ১৯ জানুয়ারি, (হি.স.) : রাজ্যের উত্তর গারোপাহাড় জেলার থাপা আগিতচাক গ্রামে সেনাবাহিনীর অভিযানে আটক হয়েছে গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জিএনএলএ)-র এক ক্যাডার। সেনা বাহিনীর অভিযানে আটককে টেংমান ডি শিরা বলে পরিচয় পাওয়া গেছে। তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও একটি চিনে তৈরি পিস্তল, তিন রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, সেনা-গোয়েন্দা সূত্রের গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে থাপা আগিতচাক গ্রামে হানা দেন সেনা জওয়ানরা। তথ্য সূত্রের ভিত্তিতে নির্দিষ্ট স্থানে হানা দিয়ে করায়ত্ত করেন তাঁরা। এর পর ধৃত জঙ্গিকে পুলিশের জিম্মায় তোলে দেওয়া হলে তার বিরুদ্ধে অপহরণ, তোলা আদায়, বেআইনি অস্ত্র আইনের ধারা বলে মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে।
2017-01-19