BRAKING NEWS

আইপিএফটি, আইএনপিটি ও এনসিটি মিলেমিশে ফোরাম , ৮ ফেব্রুয়ারী এডিসিতে বন্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ জানিয়ে বামবিরোধী উপজাতি দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ আগামী ৮ ফেব্রুয়ারি নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ জানিয়ে এডিসি এলাকায় ১২ ঘন্টার বনধের ডাক দেওয়া হয়েছে৷ সবকটি উপজাতি ভিত্তিক দল এই বনধে সামিল হবে৷ আইপিএফটি, আইএনপিটি এবং এনসিটি এই তিনটি বাম বিরোধী দল উপজাতিদের স্বার্থসুরক্ষায় ঐক্যবদ্ধ হয়েছে৷ অবশ্য রাজনৈতিক মহলের মতে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বামবিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয় সে লক্ষ্যেই তারা ঐক্যবদ্ধ হয়েছে৷ এজন্য তারা একটি যৌথ ফোরামও গঠন করেছে৷ এর নাম দেওয়া হয়েছে ইন্ডিজিনিয়াস রিজিওনাল পার্টিস ফোরাম৷ এই সংগঠনের আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন এনসি দেববর্মা৷ আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা এবং এনসিটির সাধারণ সম্পাদক অনিমেশ দেববর্মা ফোরামের যুগ্ম আহ্বায়ক হয়েছেন৷
প্রসঙ্গত, এডিসি এলাকাকে নিয়ে পৃথক তিপ্রাল্যান্ড গঠনের দাবি উপজাতিদের দীর্ঘদিনের৷ এজন্য উপজাতিদের বিভিন্ন সংগঠন পৃথক পৃথকভাবে দাবি জানিয়ে আসছিল৷ এযাত্রায় উপজাতিদের তিনটি বামবিরোধী সংগঠনই ঐক্যবদ্ধভাবে এই দাবিতে আন্দোলনে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের যে দাবি উঠেছে তাতে সহমত পোষণ করেনি জাতীয় কোন রাজনৈতিক দল৷ তথাপি এই তিনটি দল বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় দলগুলিকে আকর্ষিত করার কৌশল নিয়েছে৷ কেননা এই তিনটি দল একত্রিত হলে উপজাতি ভোট ব্যাঙ্কে দারুণ প্রভাব পড়বে৷ তাতে রাজ্যের শাসক দলও সঙ্কিত তা বলার অপেক্ষা রাখে না৷ কংগ্রেস, বিজেপি এবং সিপিএম বরাবরই পৃথক ত্রিপুরা গঠনের বিরোধিতা করে আসছে৷ সেক্ষেত্রে নির্বাচনী লাভালাভের প্রশ্ণে কোন দল এগিয়ে আসে কিনা সেটাই এখন দেখার বিষয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *