নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ রবিবার বিকেল চারটে নাগাদ মেড্ডা চৌমুহনীর ঘোষ পাড়া এলাকায় একটি পণ্যবাহী ক্যান্টার ও অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুটি গাড়িই দ্রুতবেগে চলছিল৷ মুখোমুখি সংঘর্ষের ফলে অটো রিক্সাটি রাস্তা থেকে নিচে পড়ে যায়৷ তাতে অটোর চালক গুরুতরভাবে আহত হয়৷ স্থানীয় লোকজনরা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন৷ কিন্তু দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছতে খানিকটা বিলম্ব হয়৷ এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে গালিগালাজ দেওয়া হয়৷ তাতে সেখানে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়৷ এরই মধ্যে স্থানীয় লোকজনরা আহত অটো চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে৷ অটোটির নম্বর টিআর-০১- এ-৪৩৯৯৷ এবং মালবাহী ক্যান্টারটির নম্বর টিআর০৩- ই-১৯৪১৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ উভয় গাড়ির চালকের দ্রুতগামীতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷
2017-01-16

