নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ মন্দির নগরী উদয়পুরে চোরের দৌরাত্ম্য ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ ত্রিপুরেশ্বরী মন্দির সংলগ্ণ শিববাড়ি থেকে গতকাল রাতে প্রণামি বাক্স চুরি করে নিয়ে গেছে চোরের দল৷ শুধু তাই নয়, ঐ এলাকার তিনটি দোকানেও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে৷ পর পর এসব চুরির ঘটনা ঘিরে স্থানীয় জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মন্দির নগরী এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে সংশয় ক্রমশ বাড়ছে৷ প্রশ্ণ চিহ্ণে মাতাবাড়ির নিরাপত্তা ব্যবস্থা৷ উদয়পুর শহর এলাকায় রাতভর বিরামহীন পুলিশি টহল রয়েছে বলে দাবি করা হলেও পর পর এসব চুরির ঘটনা পুলিশের ভূমিকাকে প্রশ্ণচিহ্ণেই দাঁড় করিয়েছে৷ মন্দির নগরী এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন৷
2017-01-16
