নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের পতিছড়ি এলাকায় গাঁজা বিরোধী অভিযান চালিয়ে প্রচুর গাঁজা গাছ পুড়িয়ে ধবংস করে দিয়েছে পুলিশ৷ জানা যায় সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে শান্তিরবাজার থানার পুলিশ পতিছড়ি এলাকায় গাঁজা বিরোধী অভিযানে যায়৷ সেখানে বেশ কিছু জায়গায় গাঁজা চাষ হচ্ছে৷ পুলিশ হানা দিলে গাঁজা চাষিরা গা ঢাকা দেয়৷ প্রায় ৯ লক্ষ টাকার গাঁজা গাছ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে৷ অবশ্য এব্যাপারে কাউকে আটক করা যায়নি৷ এধরনের অভিযান থাকবে বলেও পুলিশ জানিয়েছে৷
2017-01-14