সুসংবাদ, মা হতে চলেছেন অভিনেত্রী লিসা হেডেন

Lisa-Haydon-Figure-Size মুম্বই, ১২ জানুযারি (হি.স.): সুসংবাদ বলি পাড়ায়| কারণ, মা হতে চলেছেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির নায়িকা লিসা হেডেন| ইনস্টাগ্রামে গর্ভাবস্থার ছবি আপলোড করেছেন লিসা হেডেন নিজেই| ২০১৬-র অক্টোবর মাসে ফুকেটে প্রেমিক দিনো লালভানিকে বিয়ে করেছেন লিসা হেডেন| লিসা এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন| সেখান থেকেই ইনস্টাগ্রামে গর্ভাবস্থার ছবি আপলোড করেছেন তিনি| মিলন লুথরিয়ার আগামী ছবি ‘বাদশাহো’-য় দেখা যাবে লিসা হেডেনকে| ছবির মূল চরিত্রে রয়েছেন অজয় দেবগণ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *