শিমলা, ৯ জানুয়ারি (হি.স.): প্রবল তুষারপাতের কারণে বিপর্যস্ত হিমাচল প্রদেশের রাজধানী শিমলা| টানা তিন দিন ধরে ভারী তুষারপাতের ফলে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন| রাস্তায় বরফ জমে যাওয়ায় বন্ধ হয়েছে যান চলাচল| এখানেই শেষ নয় ভোগন্তি, ব্যহত হয়েছে বিদু্যত্ এবং জল সরবরাহ ব্যবস্থাও| তুষারপাতের কারণে বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা| আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শিমলার নির্দিষ্ট কিছু এলাকা যেমন, মল রোড, দ্য ইউএস ক্লাব, জাখু হিলস প্রভৃতি জায়গায় এক ফুটেরও বেশি বরফ জমে গিয়েছে| ফলে ব্যহত হয়েছে স্বাভাবিক জনজীবন|
তুষারপাতের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় কুফরি, মাসোব্রার-র মতো এলাকায় আটকে পড়েছেন পর্যটকরা|
2017-01-09