কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.) : অনেক টালবাহানার পর ১৪ জানুয়ারি শহিদ মিনারেই সভা করার অনুমতি পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত | আগামী ১৩ জানুয়ারি কলকাতায় আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত| পরদিনই তিনি শহিদ মিনারে আরএসএসের একটি সভায় বক্তব্য রাখবেন বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর| মোহন ভাগবতের রাজ্যে আসা নিয়ে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনে চাঞ্চল্য ছড়িয়েছিল| কোথায় তিনি সভা করতে চান তার ওপরে লক্ষ্য রাখছিল প্রশাসন| সভা ছাড়াও একটি প্যারেডে অংশ নেওয়ার কথা রয়েছে ভাগবতের|
উল্লেখ্য, মোহন ভাগবতের সভার অনুমতি দিতে গিয়ে প্রশাসন বেশ টালবাহানা করেছে বলে অভিযোগ| এক সময়ে ঠিক হয়েছিল খিদিরপুরের এপিজে স্কুলের কাছে সভা হবে| কিন্তু খিদিরপুরে ওই সভার অনুমতি দেয়নি সরকার| এরপর উত্তর কলকাতার মহাজাতি সদনে ওই সভা করতে দেওয়ার জন্য অনুমতি চাওয়া হয় কলকাতা পুলিশের কাছে| তাও বাতিল করে দেওয়া হয় বলে সংবাদ মাধ্যমে আরএসএসের অভিযোগ| অবশেষে কলকাতা পুলিশের পক্ষ থেকে শহিদ মিনার ময়দানে আরএসএসকে সভা করার অনুমতি দেওয়া হয়েছে| সভার অনুমতি দেওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও অভিযোগ জানায় রাজ্য আরএসএস| দলের রাজ্য সভাপতি জিষ্ণু বসু সংবাদ মাধ্যমে জানিয়েছেন, পুলিশ আমাদের সঙ্গে দ্বিচারিতা করেছে| চক্রান্ত করে আরএসএসের সভা বানচাল করা যাবে না|