নয়াদিল্লি, ৫ জানুয়ারি৷৷ নোট বাতিলের ফলে দেশের অর্থনীতির গতি সাময়িক শ্লথ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন
রাষ্ট্রপতি প্রণব মুখার্জি৷ পাশাপাশি, দীর্ঘমেয়াদি ক্ষেত্রে তা ফলপ্রসূ প্রমাণিত হতেও পারে বলে তিনি কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রশংসাও করেছেন৷ তবে, জনগণের দুর্ভোগ যাতে এড়ানো যায় সেদিকে নজর রাখার পরামর্শও দিয়েছেন রাষ্ট্রপতি৷
বুধবার ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে দেশের রাজ্যগুলির রাজ্যপাল ও লেঃগভর্নরদের সম্বোধন করতে গিয়ে রাষ্ট্রপতি নোট বাতিল নিয়ে দেশের অর্থনীতি এবং আগামীদিনে এর প্রভাব কি হতে পারে সে বিষয়ে আলোকপাত করেছেন৷ এদিন রাষ্ট্রপতি বলেন, নোট বাতিলের মাধ্যমে কালো টাকা রোধ করতে গিয়ে অর্থনীতির সাময়িক ক্ষতি হয়৷ ফলে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে দেশের অর্থনীতির গতিও সাময়িক শ্লথ হতে পারে৷ তাতে তেমন চিন্তিত হওয়ার কারণ নেই বলেও তিনি মনে করেন৷ তাঁর মতে, দীর্ঘমেয়াদি ক্ষেত্রে নোট বাতিলের সিদ্ধান্ত ফলপ্রসূ প্রমাণিত হতে পারে৷ অবশ্য, এক্ষেত্রে নজর রাখতে হবে গরিব মানুষদের পাশাপাশি দেশের সমস্ত জনগণের কোন রকম দুর্ভোগ যেন না হয়৷ নোট বাতিলে তাদের সমস্যা সমাধানের বিষয়েও আন্তরিকভাবে পদক্ষেপ নিতে হবে৷ তিনি মনে করেন, নোট বাতিলের সিদ্ধান্ত দুর্নীতি দমনের পাশাপাশি উন্নয়নও অন্যতম মুখ্য লক্ষ্য৷ সেক্ষেত্রে গরিব মানুষদের সমস্যা দুরীকরণের দিকে বিশেষভাবে যত্নবান হতে হবে৷ তবেই আগামীদিনে নোট বাতিলের সুফল হিসেবে উন্নয়নের চিত্র ফুটে উঠবে৷
নোট বাতিলের পদক্ষেপের সুফল হিসেবে কর্মসংস্থানের পাশাপাশি দুর্নীতি দমন সম্ভব বলে মনে করে কেন্দ্রীয় সরকার৷ রাষ্ট্রপতি এদিন বলেন, দেশের মানুষের সমস্যা সমাধানের পাশাপাশি দুর্নীতি দমন, ক্ষুধার নিভৃতি এবং কর্মসংস্থান সুনিশ্চিত করতে হবে৷ তবেই এই পদক্ষেপের সাফল্য আসবে৷
গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন৷ নোট বাতিলের সিদ্ধান্তের ৫০ দিন পর জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীর জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷ কিন্তু, গুচ্ছ প্রকল্প ঘোষণা সত্ত্বেও দেশবাসী অনেকটাই হতাশ হয়েছেন৷ ফলে, আগামীদিনে নোট বাতিলের পদক্ষেপের জের দেশবাসী সুফল হিসেবে কি পাবেন সে দিকেই নজর সকলের৷ এরই মাঝে এদিন রাষ্ট্রপতির নোট বাতিল নিয়ে আশঙ্কা এবং প্রশংসা উভয়ই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তথ্যভিজ্ঞমহল৷