দেশের অবস্থা এখন ভাল না,গরিব কৃষক শ্রমিক অংশের মানুষ আজ চরম সংকটে ঃ মানিক দে

manik-cituনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ জানুয়ারী৷৷ সিআইটিইউও প্রথম খোয়াই জেলা সম্মেলন শেষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় রবিবার বিকাল ৩টায় কল্যাণপুরের বাগান বাজার বাজার ঘাটে৷ সমাবেশের প্রধান বক্তা মন্ত্রী মানিক দে৷ সমাবেশে খোয়াই জেলার তেলিয়ামুড়া, খোয়াই, কল্যাণপুর, মোহরছড়া, রামচন্দ্রঘাট,দ্বারিকাপুর, গৌরাঙ্গটিলা থেকে লাল ঝান্ডার দৃপ্ত মিছিল দীর্ঘপথ পরিক্রমা করে৷ সমাবেশের মাঠে মিলিত হন৷ বাগান বাজার বাজার মাঠ ছিল কানায় কানায় পরিপুর্ণ৷ জেলা সম্মেলনের প্রধান বক্তা মন্ত্রী মানিক দে ছাড়াও উপস্থিত ছিলেন সিআইটিইউও রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত৷ সিপিআইএম জেলা সম্পাদক তথা বিধায়ক বিশ্বজিৎ দত্ত, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক পদ্মকুমার দেববর্মা, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা সিপিআইএম মহকুমা সম্পাদক সুধির সরকার, সিআইটিইউও দুই মহকুমা সম্পাদক নির্মল বিশ্বাস প্রনব চক্রবর্তী৷ কল্যাণপুর চা বাগানের শ্রমিকের ঘরের কচি কাঁচা বাচ্চারা মিছিলে লার্ঠি নৃত্য পরিবেশন করেন৷
মানিক দে ভাষণ দিতে গিয়ে বলেন, দেশের অবস্থা এখন ভাল না, কেন্দ্রের সরকার একের পর এক সিদ্ধান্ত গ্রহনের ফলে গরিব কৃষক শ্রমিক অংশের মানুষ আজ চরম সংকটের মুখে৷ অপর দিকে কেন্দ্রের অনুসৃত উদারীকরণ বেসরকারীকরনের নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে রাজ্যের বাম সরকার জনকল্যান বিভিন্ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়নে সারা দেশে নজির সৃষ্টি করেছে৷
শংকর প্রসাদ দত্ত ভাষণ দিতে গিয়ে বলেন, বর্তমানে সমাজ ব্যবস্থা শোষন বিরাজ করছে৷ যারা শোষণ করছে তারাই শোষন করে চলেছে৷ দুর্নীতির সাথে সহ অবস্থান করছে মোদী সরকার ও তার দল৷ নির্বাচনের আগে দুর্নীতি মুক্ত প্রশাসন দেওয়ার কথা ঘোষণা করা তার প্রতিশ্রুতি মানুষ টের পাচ্ছেন৷ আজ দেশের সকল অংশের কৃষক, শ্রমিক, মধ্যবিক্ত মানুষেরা বিপর্দমুখিন৷ এই ভাবে সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন৷
রবিবার শ্রমজীবি মানুষের সংগ্রাম দীর্ঘজীবি হউক এই শ্লোগানে প্রথম খোয়াই জেলা সিআইটিইউও সম্মেলন শুরু হয় খোয়াই জেলার কল্যাণপুরের বাগান বাজার কমিউনিটি হলের সমীর দেব সরকার মঞ্চে৷ সম্মেলনের শুরুতেই সিআইটিইউর পতাকা উত্তোলন করেন সিআইটিইউও রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত৷ শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সিআইটিইউও রাজ্য সম্পাদক তথা সাংসদ শংকর প্রসাদ দত্ত৷
খোয়াই জেলার তেলিয়ামুড়া ও খোয়াই মহকুমারের ২৫০ জন প্রতিনিধিদের নিয়ে শুরু হয় বাগান বাজার কমিউনিটি হলে প্রথম সিআইটিইউও জেলা সম্মেলন৷ প্রধান অতিথি শংকর প্রসাদ দত্ত সিআইটিইউও রাজ্য সম্পাদক সম্মেলনের আলোচনা রাখতে গিয়ে শ্রমিকদের অর্জিত অধিকার দাবি দাওয়া আদায়ে শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ লড়াই জারি রাখার আহ্বান সহ কেন্দ্রীয় সরকারের জনবিরুদী নীতি বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন৷ সম্মেলনের শুরুতেই আলোচনা রাখেন জেলা সিপিআইএম সম্পাদক বিশ্বজীৎ দত্ত, পদ্মকুমার দেববর্মা৷ খোয়াই জেলার সাংসৃকতি সময়ের শিল্পিরা নৃত্য পরিবেশন করেন৷ ত্রিপুরা টি ওয়ার্কাস ইউনিয়নের কল্যাণপুর ইউনিটের পক্ষে সম্মেলনের প্রতিনিধিদের ফুলের তোরা দিয়ে স্বাগত জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *