স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে রক্তাক্ত করে পলাতক জামাতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ মেলাঘরের কালীবাড়ি চৌমুহনী এলাকায় জামাতার ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হলেন শাশুড়ি ও মেয়ে৷ আহতরা হলেন শাশুড়ি কাজলরাণী আচার্য ও মেয়ে রূপা আচার্য৷ অভিযুক্ত জামাতার নাম মিঠুন দেবনাথ৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ এব্যাপারে মেলাঘর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্ত মিঠুন দেবনাথ ঘটনার পর থেকেই পলাতক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্রউত্তেজনা বিরাজ করছে৷ স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে  বিবাদের জেরেই মিঠুন তার শাশুড়ি কাজল রাণী আচার্য ও স্ত্রী রূপা আচার্য্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে৷ দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে৷ অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনো পর্যন্ত অভিযুক্তের টিকির নাগাল পায়নি পুলিশ৷ উল্লেখ্য, রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ক্রমশই বেড়ে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *