BRAKING NEWS

নোট বাতিল ইসু্যতে মমতা সুপার ইমারজেন্সি মন্তব্য একদম ঠিক : তেজস্বী যাদব

পটনা, ২৮ ডিসেম্বর (হি.স.) : নোট বাতিল ইসু্যতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপার ইমারজেন্সি মন্তব্যকে সমর্থন করলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা নেতা তেজস্বী যাদব| গতকাল দিল্লিতে সাংবাদিক বৈঠেক মমতা মন্তব্য করেন দেশে বর্তমানে সুপার ইমারজেন্সি চলছে| আজ ৱুধবার তাঁর ওই মন্তব্যকেই সমর্থন করেন আরজেটি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব |
তিনি বলেন, নোট বাতিলের পরে দেশজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিলেও এখনও পর‌্যন্ত কোনও সমাধান বের হয়নি| দৈনন্দিন জীবনযাপন করতে প্রতিদিনই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে| দেশের যে প্রত্যন্ত অঞ্চলগুলি শহরে থেকে দূরে সেখানকার মানুষের অবস্থা তো আর ভয়ানক হয়ে উঠেছে| কারণ সেখানে না আছে কোনও ব্যাঙ্ক, না পৌঁছেছে কোনও অত্যাধুনিক ব্যবস্থার স্পর্শ| নোট বাতিলের জেরে প্রাণ হারিয়েছে কত মানুষ| কিন্তু সবকিছু দেখেও নিশ্চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | তাই আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় দেশে সুপার ইমারজেন্সি চলছে বলে যে মন্তব্য করেছেন তা একদম ঠিক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *