নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ মামার বাড়ি থেকে বাড়ি ফেরা হল সায়নের৷ আগরতলার কবিরাজ টিলার এলাকার সায়ন তৃতীয় শ্রেণীর ছাত্র৷ পরীক্ষা শেষ হওয়ার পর সোনামুড়া টাউন মসজিদ এলাকায় মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল৷ দুপুর নাগাদ বাড়ির পাশে পুকুরে স্নান করতে যায় সায়ন৷ এক ঘন্টা পরও ফিরে না আসায় খোঁজাখঁুজি শুরু হয়৷ পুকুরের জল থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার হয়৷ জলে ডুবে শিশুর মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
2016-12-27

