রেলে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

bg-lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ রেলে কাটা পড়ে মৃত্যু হল এক গৃহবধূর৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে যোগেন্দ্রনগরের কাছে  ৯৯ টিলা এলাকায়৷ মৃতার নাম ললিতা দাস বনিক৷ তার বাড়ি সিধাই মোহনপুরের দিখালিয়া গ্রামে৷ সে তার বাপের বাড়িতে বেড়াতে এসেছিল যোগেন্দ্রনগরে৷  রেলে কাটা পড়ে ঐ মহিলার মৃত্যুর খবর পেয়ে আগরতলা জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ তবে এটি কি একটি নিছক দূর্ঘটনা নাকি আত্মহত্যা, হত্যাকান্ড এনিয়ে এলাকাবাসীর প্রশ্ণ৷