মথুরা, ২৬ ডিসেম্বর (হি.স.) : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে সহবাসের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে| অভিযুক্ত যুবকের নাম শুভম| নির্যাতিতার বাড়ি আসানসোলে| পুলিশের তরফে জানানো হয়েছে, নির্যাততা থানায় অভিযোগ করেছেন| তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে| অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে| তরুণীর অভিযোগ, আগে তিনি অভিযোগ জানাতে গিয়েছিলেন থানায়| কিন্তু পুলিশ অভিযোগ না নিয়ে তাঁকে ফিরিয়ে দেয়| তারপর বাধ্য হয়ে ডেপুটি পুলিশ সুপারের দ্বারস্থ হন| ডেপুটি পুলিশ সুপারের নির্দেশে পরে অভিযোগ নেয় পুলিশ|
নির্যাতিতা মহিলা জানিয়েছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বৃন্দাবনে তাঁকে ধর্ষণ করে শুভম নামে এক যুবক| শুভমকে সেই কাজে সহযোগিতা করে তার বন্ধু| কিন্তু পরে তিনি বিয়ের জন্য শুভমকে বললে সে বেঁকে বসে| তারপরই পুলিশের দ্বারস্থ হন তিনি| শুধু তাই নয়, কাউকে জানালে তাঁর উপর অত্যাচার করা হবে বলে শুভম হুমকি দিয়েছিল, থানায় জানিয়েছেন তিনি|
2016-12-26