গুয়াহাটি, ২৫ ডিসেম্বর, (হি.স.) : রেলমন্ত্রীর হাতে গুয়াহাটির কামাখ্যা রেলস্টেশন থেকে যাত্রা শুরু করল দেশের দ্বিতীয় অত্যাধুনিক ‘হামসফর এক্সপ্রেস’। সুদূর মুম্বাই থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের শুভারম্ভ করেন মন্ত্রী প্রভু। সে-সময় কামাখ্যা স্টেশনে উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাঁই, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, গুয়াহাটি ও কোকরাঝাড়ের সাংসদ যথাক্রমে বিজয়া চক্ৰবৰ্তী, বিশ্বজিৎ দৈমারি, বিধায়ক রামেন্দ্ৰনারায়ণ কলিতা, গুণিন্দ্রনাথ দাস-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশেষ বিশেষ সুবিধাযুক্ত মধ্যম গতিবেগের ‘হামসফর এক্সপ্রেস’ কামাখ্যা-ব্যাঙ্গালুরু পর্যন্ত যাতায়াত করবে।এ-উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য পেশ করতে গিয়ে রেল প্রতিমন্ত্রী গোহাঁই বলেন, গুয়াহাটি রেলস্টেশনকে বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলার চেষ্টা তিনি করছেন। বলেন, রেল যোগাযোগের মাধ্যমে তাঁর মন্ত্রক উত্তর-পূর্বাঞ্চলকে বিকাশের চূড়ায় নিয়ে যেতেই নতুন নতুন ট্রেনের যাত্রারম্ভ করছে। আসন্ন রেল বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের জন্য নতুন বিশেষ প্রকল্প সংযোজন হবে। এগুলির মধ্যে দেশের বিভিন্ন তীর্থস্থানে যাতায়াতের জন্য ‘আস্থা’ নামের ট্রেন শামিল করা হবে। কেবল তা-ই নয়, রাজধানী গুয়াহাটির শরাইঘাটে নির্মীয়মাণ দ্বিতীয় সেতুকে রেলের উপযোগী করে তুলতেও ব্যবস্থা নেওয়ার কথা শুনিয়েছেন তিনি। তাছাড়া গত দু-বছরে গুয়াহাটিতে সৰ্বাধিক বিনিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।এই অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে স্মরণ করেছেন। বলেন, আজ ২৫ ডিসেম্বর দেশের অবিসংবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন। আজকের এই বিশেষ দিনে রাজ্যবাসীর জন্য ‘হামসফর এক্সপ্রেস’ এক বিশেষ উপহার। অটলবিহারীর যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে অদম্য ইচ্ছার প্রসঙ্গও তাঁর বক্তৃতায় টেনে আনেন মুখ্যমন্ত্রী। সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলকে সমর্থন করে এ-ব্যাপারে রাজ্যবাসীকে সহযোগিতা করতেও আহ্বান জানান তিনি। রাজ্যের তিন কোটি ১২ লক্ষ মানুষের কল্যাণে তাঁর সরকার দিবারাত্র কাজ করছে বলেও জানান মুখ্যমন্ত্রী।-
2016-12-25