BRAKING NEWS

লেনদেনের ঝামেলায় বাইক থেকে ফেলে হত্যার চেষ্টা, গুরুতর মহিলা

crimeeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ চলন্ত বাইক থেকে ফেলে এক মহিলাকে হত্যার চেষ্টা করা হয়েছে৷ বর্তমানে ঐ মহিলা জি বি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ ঘটনাকে কেন্দ্র করে দূর্গাচৌমুহনী এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এই ব্যাপারে রামনগর ফাঁড়িতে একটি মামলা রুজু করা হয়েছে৷
সংবাদে প্রকাশ, ঐ এলাকার মহিলা গীতারাণী বিশ্বাস তার বাড়িতে বিদ্যুতের নতুন সংযোগ নেওয়ার জন্য স্থানীয় নিগম অফিসে যোগাযোগ করেন৷ সেই মোতাবেক নিগমের এক কর্মী নিবাস দেবনাথকে তিনি তিন হাজার টাকাও দিয়েছেন৷ টাকা দেওয়ার ঘটনা প্রায় পক্ষকাল আগের৷ টাকা দেওয়ার পরও ঐ মহিলার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না৷ এই ব্যাপারে নিগমের কর্মী নিবাস দেবনাথকে চাপ দেন গীতারাণী বিশ্বাস৷ প্রথমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে নিবাস জানালেও পরবর্তী সময়ে সে জানায় টাকা খরচ করে ফেলেছে৷ কিন্তু, ঐ মহিলা টাকা ফেরত দেওয়ার জন্য নিবাসকে চাপ দিতে থাকে৷ এনিয়ে নিবাসের সাথে মহিলার বাকবিতন্ডাও হয়৷ কোন উপায় না পেয়ে গীতারাণী বিশ্বাস নিবাস দেবনাথের বিরুদ্ধে রামনগর ফাঁড়িতে একটি মামলা করেন৷ মামলা রুজু হওয়ার পর নিবাস জানায় টাকা ফেরত দিয়ে দেবে যদি মহিলা মামলা প্রত্যাহার করে নেন৷ এনিয়ে দুজনের মধ্যে সমঝোতা হয়েছে৷ সেই সমঝোতার ভিত্তিতে রামনগর ফাঁড়িতে গিয়ে বুধবার মামলা প্রত্যাহার করে নেওয়া হবে৷
এদিকে, গীতারাণী বিশ্বাসকে বাইকে করে রামনগর ফাঁড়িতে নিয়ে আসতে যায় নিবাস দেবনাথ৷ প্রথমে ঐ মহিলা বাইকে উঠতে রাজী হয়নি৷ শেষ পর্যন্ত বাইকে উঠেন৷ কিছুদূর যাওয়ার পর নিবাস বাইক থেকে ঐ মহিলাকে ফেলে দেয় হত্যার লক্ষ্যে৷ ঘটনাস্থলে উপস্থিত জনতার সামনে নিজেকে সামাল দেওয়ার জন্য নিজেই ঐ মহিলাকে নিয়ে জি বি হাসপাতালে হাজির হয় নিবাস৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েচে গীতারাণী বিশ্বাসের অবস্থা সংকটজনক৷ খবর লেখা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি৷ পুরো ঘটনার বিবরণ দিয়ে গীতারাণী বিশ্বাসের স্বামী এই ব্যাপারে রামনগর ফাঁড়িতে নিবাস দেবনাথের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন৷ এদিকে, নিবাস দেবনাথের বক্তব্য ঐ মহিলা নিজ বাড়িতে দূর্ঘটনাগ্রস্থ হয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *