উপনির্বাচনের সরব প্রচারের শেষ লগ্ণে কৈলাসহরে দলগুলির তৎপরতা

Election Stampনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ ডিসেম্বর৷৷ ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনের আজ সরব প্রচারের শেষ দিনে ঊনকোটি জেলার অন্তর্গত সব নির্বাচনী এলাকায় রাজনৈতিক দলের নেতারা প্রচারে ঝড় তুলেন৷ ভোটারদের মন জয় করতে সর্বশক্তি প্রয়োগ করেন৷ একের পর একসভা বাড়ি বাড়ি প্রচার সহ ভোটারদের মন জয় করতে কোন কিছুর খামতি রাখেনি৷ সাধারণ এক দুইটি পঞ্চায়েতের পনির্বাচনে দলের রাজ্য স্তরের নেতারা পর্যন্ত প্রচার করেছেন যা বিগত এরকম নির্বাচনে চোখে পড়েনি৷ ঊনকোটি জেলায় সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব এবং প্রদেশ কংগ্রেস সভাপতির নিজ জেলায় নির্বাচনে প্রচার করেছেন৷ এই তিন রাজনৈতিক দলের ব্যক্তি  ঊনকোটি জেলার অন্তর্গত উপনির্বাচনগুলিতে প্রচার করেছেন যার ফলে মনে করা হচ্ছে  এই নির্বাচনটা কিছু গুরুত্বপূর্ণ৷  একটি জেলা পরিষদ, একটি পঞ্চায়েত সমিতি ও তিন ব্লকের মোট ৬টি গ্রাম পঞ্চায়েতের আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷  এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ  নির্বাচন হল গৌর নগর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ৫নং আসনের উপনির্বাচন৷ এই আসন কংগ্রেস, সিপিএম যে দল জয়ী হবে সে দল পঞ্চায়েতে ক্ষমতা দখল  করবে৷ গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতের মোট এগারটি আসনের মধ্যে ৬টি আসন জয়লাভ করে শাসক দল সিপিআইএম পঞ্চায়েতের ক্ষমতায়  আসে৷ কংগ্রেস  দল পাঁচটি আসন দখল করেছিল৷ প্রায় আট মাস পূর্বে শাসক দলের পঞ্চায়েতের উপপ্রধান ইছাক আলির অকাল মৃত্যুর কারণে এই আসনে উপনির্বাচন হচ্ছে৷ নির্বাচন ঘোষণা হবার পূর্ব থেকে প্রার্থী গোপনে ঠিক করে প্রচার চালিয়েছিলেন কংগ্রেস,  সিপিআইএম দল৷ যদিও এই আসনে বিজেপি প্রার্থী দিয়েছে৷ তবে মূল লড়াই হবে কংগ্রেস সিপিআইএম দলের মধ্যে৷ শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্য সভায় অনেক কথা বলেছেন বিজেপি ও কংগ্রেস৷ কার শাসক দল এই আসনে দলের একজন ওজনদারি ব্যক্তিকে  প্রার্থী দিয়েছেন৷ তার সমালোচনার কোন দিক বাকি রাখেননি কংগ্রেস, বিজেপি দলের নেতারা৷  তবে প্রচারে অনেক এগিয়ে শাসক দল৷ কংগ্রেস সর্বশক্তি নিয়ে প্রচার করছে৷ এই আসন জয় করতে কোন দল কোন কিছু কম করবে না বলে মনে হয় ভোটারদের  মন জয় করতে৷  গত কয়েক মাস ধরে  পঞ্চায়েত প্রায় অচল অবস্থায়৷  ২৩ ডিসেম্বর গণনা করার পর যে দল এই আসন দখল করবে সে দল পঞ্চায়েতের ক্ষমতায় বসবে৷ যার পলে এই াাসনটা কংগ্রেস সিপিআইএম দলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ৷ লক্ষ্মীপুর ৫নং আসনের মোট ৩৯৭ জন ভোটার রয়েছে৷ এর মধ্যে  পুরুষ ২০২, মহিলা ১৯৫ জন ভোটার৷ নির্বাচনী ক্ষেত্র একটি৷  ঊনকোটি জেলার অন্যান্য যে সব আসনে উপনির্বাচন হচ্ছে সে গুলি হল ঊনকোটি জেলা পরিষদের ১১নং আসন, মোট ভোটার -৮৫৬২৷ গৌর নগর পঞ্চায়েত  সমিতির ৭নং আসন মোট ভোটার -২৩৩৭ জন৷ এবং রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ১ন ও ২ নং আসনের ২নং সিটে উপনির্বাচন হচ্ছে৷  এই দুই আসনে মোট ভোটার – ৬৮৬জন চন্ডীপুর ব্লকের হালাইপার গ্রাম পঞ্চায়েতের ৫নং আসনের ৯নং সিটে ও সরজিনি গ্রাম পঞ্চায়েতের ৩নং আসনের ৫নং সিটে উপনির্বাচন হচ্ছে৷ এই দুই আসনে মোট ভোটার -৫২৮ জন এবং কুমারঘাট ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের একটি আসনে ভোট হচ্ছে৷ সরকারিভাবে  প্রস্তুতি চূড়ান্ত৷  নিরাপত্তাব্যবস্থা জোরালো রাখা হয়েছে৷ আজ থেকে প্রতিটিা  নির্বাচনী এলাকায় পুলিশি টহল চলবে বলে জানা গেছে৷ প্রার্থীরা ভোটের শেষ সময় পর্যন্ত প্রচার করে যাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *