নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): সুস্থ আছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে| বিদেশমন্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন তাঁর অনুরাগীরা| কিডনি খারাপ হয়ে গিয়েছিল বিদেশমন্ত্রীর| তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে| নানা পরীক্ষার পর চিকিত্সকরা জানান, কিডনি বিকল হয়ে গিয়েছে বিদেশমন্ত্রীর| প্রতিস্থাপন ছাড়া কোনও উপায় নেই| গত ১০ তারিখ অস্ত্রোপচার হয় বিদেশমন্ত্রীর| অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠছিলেন তিনি|
রাজনৈতিক মহলের পাশাপাশি বিদেশমন্ত্রীর অনুগামীরাও তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন| সোমবার সুষমা স্বরাজ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন তাঁর অনুরাগীরা|
2016-12-19